বাংলা হান্ট ডেস্ক: করোনার মতো ভয়াবহ মহামারীর সময় থেকেই কেন্দ্রীয় সরকার (Central Government) যে বিনামূল্যের রেশন প্রকল্প শুরু করেছিল তা এখনও চলছে। এই প্রকল্পের মাধ্যমে, যোগ্য রেশন গ্রাহকেরা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন। বর্তমান সময়ে সারা দেশে প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন।
এক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্য অনুযায়ী রেশন দেওয়া হয়। কিন্তু বিনামূল্যের রেশন প্রকল্পের এই ব্যবস্থার মধ্যেই বর্তমানে প্রতারকরা সাধারণ মানুষকে ঠকানোর কোনো সুযোগই ছাড়ছে না। এমন পরিস্থিতিতে বিপদ এড়াতে অবশ্যই কিছু বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেশন কার্ডের তালিকা সময়ে সময়ে আপডেট করা হয়। এমতাবস্থায় অনেকের নাম যুক্ত হয় আবার অনেকের নাম কেটেও যায়। প্রতারকরা এই সুযোগ নিয়েই মানুষকে ঠকাচ্ছে। সরকারও এই বিষয়ে সবাইকে সতর্ক করছে। মূলত, যাঁদের নাম কেটে দেওয়া হয়েছে সেই ব্যক্তিদের প্রতারকরা ফোন করে তাঁদের নাম ফের যুক্ত করার জন্য নিজেদের নির্দেশ অনুসরণ করতে বলে। এমন একাধিক প্রতারণার ঘটনা সামনে এসেছে।
রেশনের টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা: এদিকে, আপনি যদি আপনার অ্যাকাউন্টে বিনামূল্যে রেশনের টাকা পাওয়ার জন্য কোনো বার্তা পান এবং সেখানে যদি একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয় সেক্ষেত্রে ওই লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। উল্লেখ্য যে, বর্তমানে সরকার এই ধরণের কোনো প্রকল্প চালাচ্ছে না। তাই, এই ধরণের ভুয়ো বার্তার মাধ্যমে বিভ্রান্ত হয়ে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
KYC আপডেটের অজুহাত: মূলত, প্রতারকরা প্রতারণার নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে। যাঁরা বিনামূল্যে রেশন গ্রহণ করছেন তাঁদের ফোন করে, প্রতারকরা KYC আপডেট করার অজুহাতে ফাঁদে ফেলার চেষ্টা করে। এই ধরণের কোনো কল পেলে গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলি জানিয়ে দেবেন না। নাহলে বিপদে পড়তে পারেন।
লিঙ্কে ক্লিক করলেই পাবেন ফ্রি রেশন: আপনি যদি এমন কোনো লিঙ্ক পেয়ে থাকেন যেখানে আপনাকে বিনামূল্যের রেশন পাওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে, পাশাপাশি, এটাও বলা হচ্ছে যে অতিরিক্ত ফ্রি রেশনের জন্য কোনো লিঙ্কে ক্লিক করতে, এমতাবস্থায় ভুল করেও সেটা করবেন না। কারণ এগুলো ভুয়ো লিঙ্ক। এগুলিতে ক্লিক করেই আপনি প্রতারণার শিকার হতে পারেন।