রেশন কার্ড থাকলেই পুজোর আগে সুখবর! এইসব গ্রাহকদের জন্য মিলবে অতিরিক্ত সামগ্রী

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে অক্টোবর মাসের রেশন নিয়ে বড় আপডেট উঠে এল। জানা যাচ্ছে এই মাসে অতিরিক্ত কিছু রেশন সামগ্রী পাবেন নির্দিষ্ট এলাকার রেশন কার্ড (Ration Card) হোল্ডাররা। এই প্রতিবেদনে আজ আমরা আলোচনা করব অক্টোবর মাসে সাধারণ গ্রাহকরা কতটা পরিমাণ রেশন পাবেন।

একই সাথে জেনে নেব কোন নির্দিষ্ট এলাকার বাসিন্দারা কতটা পরিমাণ বেশি রেশন সামগ্রী পেতে চলেছেন পুজোর আগে। পুজোর আগে রেশন সামগ্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবেমাত্র দিয়েছে খাদ্য দপ্তর। পাশাপাশি পুজোর আগে রাজ্য সরকার স্থির করেছে জঙ্গলমহলের বাসিন্দাদের জন্য অতিরিক্ত খাদ্য সামগ্রী বন্টন করা হবে।

আরোও পড়ুন : ৭ টাকা জমিয়ে মাসে পান ৫০০০ হাজার টাকা! বিপুল লাভ দিচ্ছে কেন্দ্রের এই স্কিম, এভাবে করুন বিনিয়োগ

SPHH ও PHH:- স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের পরিবারের প্রতি সদস্য পিছু তিন কেজি চাল, দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা বিতরণ করা হবে।

AAY:- অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড হোল্ডাররা প্রতিমাসে বিনামূল্যে পেয়ে থাকেন পরিবার প্রতি একুশ কেজি করে চাল, চৌদ্দ কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা।

আরোও পড়ুন : ফ্লিপকার্ট নাকি অ্যামাজন! কোথায় মিলবে সবচেয়ে কম দামে স্মার্টফোন? দেখে নিন, সেল শুরুর আগেই

RKSY-I:- রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ কার্ড থাকলে প্রতি মাসে জনপ্রতি তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হয়।

RKSY-II:- রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ড হোল্ডাররা জনপ্রতি প্রতি মাসে পেয়ে থাকেন পাঁচ কেজি করে চাল এবং ১ কেজি করে আটা।

ration money (1)

জঙ্গলমহলে বসবাসকারী যে সকল পরিবারের সদস্য সংখ্যা তিনজনের বেশি এবং AAY কার্ড রয়েছে তাদের পরিবার পিছু অতিরিক্ত ৮ কেজি চাল ও তিন কেজি গম দেওয়া হবে। PHH ও RKSY-I কার্ড থাকলে দেওয়া হবে অতিরিক্ত ৬ কেজি করে চাল। জঙ্গলমহল ছাড়াও এ মাসে অতিরিক্ত খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়া হবে পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মীদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর