হাতে আছে আর মাত্র দিন চারেক! শিগগিরিই শেষ করে ফেলুন এই কাজটি, নাহলেই বাতিল রেশন কার্ড

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বহু মানুষ নির্ভর রেশন ব্যবস্থার উপর। এমন অনেক পরিবার রয়েছে যাদের মাসিক রোজগার যথেষ্ঠ কম। অনেক পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে আমাদের দেশে। এই অবস্থায় বহু পরিবার রেশনের খাদ্যসামগ্রীর উপর নির্ভর করে। কোভিড সময়কাল থেকে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সেই থেকে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী সাধারণ মানুষ রেশন থেকে খাদ্যসামগ্রী পেয়ে আসছেন। মাঝে মধ্যেই কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে থাকে। এবার এই রাজ্যের সরকারও রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল। ছত্তিশগড় সরকার (Government Of Chattisgarh) রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে।

আরোও পড়ুন : দীর্ঘ বছর পর অবসর নিল শিয়ালদা থেকে উত্তরবঙ্গ যাওয়ার এই জনপ্রিয় ট্রেনটি! মাথায় হাত যাত্রীদের

যারা এখনো রেশন কার্ড পুনর্নবীকরণ করেননি, তারা এই খবর শুনলে লাফিয়ে উঠবেন। ছত্তিশগড় সরকার রেশন কার্ড রিনিউ-এর সময়সীমা বৃদ্ধি করেছে। রেশন কার্ড রিনিউ করার সময়সীমা আগে বেঁধে দেওয়া হয়েছিল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার সেই সময়সীমা করে করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি। রেশন কার্ড পুনর্নবীকরণের জন্য এখনো পর্যন্ত প্রায় ৮১ শতাংশ রেশন কার্ডধারী আবেদন করেছেন।

আরোও পড়ুন : রেহাই পাবে না কোনো জেলাই! একটু পরই উঠবে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হাই অ্যালার্ট, আবহাওয়ার মেগা খবর

জঞ্জগীরের চম্পা জেলার সহকারীর জানিয়েছেন, শহরাঞ্চলে প্রায় ৪৮,৯৩১ জন, গ্রামাঞ্চলে ২ লক্ষ ৭৪ হাজার ৯৯৮ জনের রেশন কার্ড রয়েছে চম্পা জেলায়। মোট রেশন কার্ড গ্রাহকের সংখ্যা প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ৯২৯ জন। এরমধ্যে রেশন কার্ড অনলাইন রিনিউ করছেন ২ লক্ষ ৬৩ হাজার রেশন কার্ডধারী। রেশন কার্ড রিনিউ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হল। 

ration shop

রেশন কার্ড রিনিউ করার জন্য প্রথমে আপনার স্মার্ট ফোনে ডাউনলোড করে নিতে হবে ফুড পোর্টাল অ্যাপ। রেজিস্ট্রেশন করার পর রেশন কার্ড রিনিউয়াল অপশনে ক্লিক করতে হবে। রেশন কার্ড এবং মোবাইল নম্বর প্রদান করার পর রেশন কার্ডের ই-কেওয়াইসি তথ্য দেখতে পাবেন। তারপর রেশন কার্ড পুনর্নবীকরণ আবেদন অপশনে ক্লিক করে রিনিউ করার আবেদন জানাতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর