গলা দিয়ে নামছেও না, কমোড ছাড়া হচ্ছেও না! জেলে অদ্ভুত সব আবদার শঙ্করের, কী হল তৃণমূল নেতার?

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে শোরগোল রাজ্যে। গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) তথা বালুকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorates)। আর মন্ত্রীর সূত্র ধরেই সম্প্রতি ইডির জালে জড়িয়েছেন তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য (Bangaon Municipality former chairman Shankar Adhya)। চলতি মাসের ৫ তারিখ ইডির হাতে গ্রেফতার হন শঙ্কর। ওদিকে শনিবার ইডি হেফাজত শেষে আপাতত শঙ্কর আঢ্যর ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেলে।

তৃণমূলের অন্যান্য হেভিওয়েট অভিযুক্তদের মতই প্রেসিডেন্সি জেলে রাত কাটালেন তৃণমূল নেতা। ফেব্রুয়ারি মাস পর্যন্ত কারাগারেই থাকবেন তিনি। এ দিকে, খবর মিলছে জেলে যেতেই নাকি আবদারের ঝুলি সাজিয়ে বসেছেন শঙ্কর। আর যেই আবদারের কোনো লিমিট নেই।

   

জেল সূত্রের খবর, মুখে জেলের খাবার রুচছে না শঙ্করের। রুটি গলা দিয়ে নামছে না। ভাল ভাল খাবার খেতে চেয়েছেন তিনি। পাতে চেয়েছেন, বাড়িতে বানানো রুটি, তরকারি। চাই মাছ-মাংসও। তবে এখানেই শেষ নয়। ইন্ডিয়ানে ঠিক মত হচ্ছে না বলে মল ত্যাগের জন্য ঝকঝকে সাদা কমোডেরও দাবি জানিয়েছেন তৃণমূলের শঙ্কর।

shankar tmc ration scam

জানা যাচ্ছে তৃণমূল নেতার একের পর এক আবদারে কার্যত নাজেহাল জেল কর্তৃপক্ষ। তবে কোনও আবদারই অবশ্য রাখা হয়নি। তার সব আবদারেই স্পষ্ট ‘না’ জানিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শঙ্করই প্রথম নয়, এর আগে জ্যোতিপ্ৰিয় ওরফে বালুও শোবার জন্য বালিশ-খাট-চাদর সহ এই একই আবদার করেছিলেন। ওদিকে কমোডের আবদার করেছিলেন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন: ‘সত্যিকারের হিন্দুর বাচ্চা হলে কেউ এই সব সংহতি মিছিলে যাবে না’, তৃণমূলকে তোপ দিলীপের

জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতির অন্যতম অভিযুক্ত সদ্য ধৃত তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর আঢ্যকে। বাড়তি নজরদারি রয়েছে তার সেলে। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর