বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জেল হেফাজতে আছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী। সম্প্রতি তাঁর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল গুরুতর অসুস্থ। এবার আদালতে তাঁর স্বাস্থ্য রিপোর্ট জমা করল ED। সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কলকাতার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের বিচারক।
রেশন দুর্নীতি মামলার (Ration Scam) অন্যতম অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেলের চার দেওয়ালের মধ্যেই কাটছে তাঁর জীবন। সম্প্রতি তিনি আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী জানান, তাঁর মক্কেলের শরীর ভীষণ খারাপ। প্রায় ৩৬ কিলোগ্রাম ওজন কমে গিয়েছে। দু’টি কিডনি প্রায় বিকল। রক্তে শর্করার মাত্রাও অনেকটা বেশি। সব মিলিয়ে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর শরীর বেশ ভেঙে পড়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবী।
গুরুতর অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমানে যথাযথ চিকিৎসার দরকার। সেই কারণে তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানানো হয়। এরপরেই ED-র কাছে তাঁর স্বাস্থ্য রিপোর্ট তলব করে আদালত। সম্প্রতি সেই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুনঃ নির্বাচনী বন্ড থেকে ১৬১০ কোটি লক্ষী লাভ করে দ্বিতীয় স্থানে তৃণমূল! ফার্স্ট কোন দল?
এদিকে ইডি সূত্রে দাবি, গ্রেফতার হওয়ার পর এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হয়েছিল। সেই হাসপাতালেরই পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ অনুসারে তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট রিপোর্টের সার্টিফায়েড কপির জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী।
অন্যদিকে আবার আচমকাই রেশন দুর্নীতি মামলায় তৎপর কলকাতা পুলিশ। ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে এই বিষয় কতগুলি অভিযোগ জমা পড়েছে? এর প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মামলাগুলির বর্তমান স্ট্যাটাস কী? এই বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের সব ডেপুটি কমিশনারদের থেকে তথ্য চাওয়া হয়েছে। শুক্রবার তথা আজ বিকেলের মধ্যেই লালবাজারে সব তথ্য জমা করতে বলা হয়েছে।