বাংলা হান্ট ডেস্ক : রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগ করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। যদিও কেন্দ্রের নির্দেশ মেনে ভর্তুকিযুক্ত রেশন পাবার জন্য রেশন কার্ড এর সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু এ বার সেই রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের ক্ষেত্রে আরও কঠোর হল রাজ্য সরকার। এবার থেকে সমস্ত রেশন দোকানে গ্রাহকদের ই পস যন্ত্রের মাধ্যমে আধার সংযোগ করাতে হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে এই নিয়ম চালু করার জন্য ইতিমধ্যে প্রতিটি জেলার আধিকারিকদের কাছে চিঠি দিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের খাদ্য দফতরের তরফে। আসলে বর্তমানে রেশন কার্ডের সঙ্গে আধার করার জন্য গ্রাহকদের নানা রকম শক্তি পড়াতে হয় তাই এ বার সাধারণ মানুষের কথা মাথায় রেখে রেশন দোকানে এই দায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার
একই সঙ্গে ওই নির্দেশিকায় জানা গিয়েছে রেশন দোকানে আধার সংযোগের পর দফতরের আধিকারিকেরা তা একবার যাচাই করে নেবেন তার পর রিপোর্ট দিতে হবে। উল্লেখ্য রাজ্যে ভর্তুকি যুক্ত এবং ভর্তুকি বিহীন রেশন কার্ডের জন্য আলাদা আলাদা ফর্ম পাওয়া যাচ্ছে। যাঁদের এখনও অবধি ডিজিটাল রেশন কার্ড এসে পৌঁছয়নি তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন এবং যারা ভর্তুকিহীন রেশন কার্ডের আওতায় পড়বেন তাঁদেরও ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে।
ইতিমধ্যেই নিজস্ব বিডিও অফিস থেকে ফর্ম দেওয়া হচ্ছে। 30 নভেম্বরের মধ্যে সেই কার্যকারিতা শেষ করতে হবে। অন্যদিকে ভর্তুকিযুক্ত খাদ্য পাওয়ার জন্য এখনও অবধি রাজ্যে প্রায় দশ কোটি গ্রাহক রয়েছে। এ বার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে তাই আধার নম্বর সংযুক্ত করার জন্য অ্যাপস যন্ত্রের গ্রাহকের আঙুলের মাধ্যমে ছাপ নেওয়ার পর্ব শুরু হয়েছে।