বাংলা হান্ট ডেস্কঃ সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। আর এই টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ বেশ কয়েকজন তরুণ ভারতীয় ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যাদের পারফরমেন্সের উপর নির্ভর করে ইংল্যান্ডকে 3-1 ব্যবধানে সিরিজ হারাতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়াশিংটন সুন্দর।
ওয়াশিংটন সুন্দরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। তারা সকলেই ভারতীয় ক্রিকেটে ওয়াশিংটন সুন্দরের উজ্জ্বল ভবিষ্যতের আসা দেখতে শুরু করেছেন। এবার ওয়াশিংটন সুন্দরের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী মনে করেন ওয়াশিংটন সুন্দর যদি এইভাবে নিয়মিত খেলে যেতে পারেন তাহলে তিনি একদিন রবি শাস্ত্রী কেউ ছাপিয়ে যাবেন। এছাড়াও শাস্ত্রী মনে করেন তার থেকেও ওয়াশিংটন সুন্দরের সহজাত প্রতিভা অনেক বেশি।
ওয়াশিংটন সুন্দরের প্রশংসা আসতেই রবি শাস্ত্রী বলেন, ” ওয়াশিংটন সুন্দর একজন ভালো ক্রিকেটার। মাথা ঠান্ডা রেখে খেলতে পারলে ভবিষ্যতে ও অনেক দূর যাবে। তবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সাফল্য পেতে হলে ওকে বোলিং নিয়েও খাটতে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি যদি বোলিংয়েও উন্নতি করতে পারে তাহলে ভারতীয় টেস্ট দলে ছ’ নম্বরে পাকাপাকি ভাবে ঢুকে যেতে পারে ওয়াশিংটন সুন্দরের নাম।