রিশভ পন্থকে ‘প্যান্টি’ নামে সম্বোধন করলেন রবি শাস্ত্রী! পেটে কি পানি বেশি পড়েছে? প্রশ্ন নেটিজেনদের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কিছু মাস ধরে আর ভারতীয় দলের (Team India) অংশ নন ভারতের তারকা উইকেটরক্ষক রিশভ পন্থ (Rishabh Pant)। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে তিনি কোনওক্রমে বেঁচে ফিরেছেন গত বছরের একদম শেষ দিকে। তারপর দীর্ঘদিন তিনি হাসপাতালের বিছানায় শুয়ে ছিলেন। কিন্তু গত মাস থেকে আস্তে আস্তে ক্রাচ ভর করে চলতে পারছেন তিনি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেরও সাম্প্রতিক অবস্থার খবর নিজের ভক্তদের জানিয়ে থাকেন পন্থ।

তেমনটাই তিনি করেছেন আজকেও অর্থাৎ ১৫ ই মার্চ। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে একটি লাঠিতে ভর করে তিনি সুইমিং পুলের জলে হেঁটে চলে বেড়াচ্ছেন। ওই পোষ্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “ছোট এবং বড় সমস্ত কিছুর জন্যই আমি কৃতজ্ঞ।”

তাকে জলের মধ্যে এভাবে হাঁটাচলা করতে দেখে কিছুটা স্বস্তি পেয়েছেন নাকি জেনে রাখ। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে ভারতীয় দলে ফিরে আসার জন্য আবেদন করেছেন। তার ওই পোস্টে ইনস্টাগ্রাম থেকে একটি কমেন্ট করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও, যা প্রকাশ্যে আসার পরেই ভাইরাল হয়ে গিয়েছে।

রবি শাস্ত্রী ওই পোষ্টের কমেন্ট বক্সে মন্তব্য করে লিখেছেন, “চালিয়ে যাও প্যান্টি”। রিশভ পন্থকে তিনি আদর করে ওই নামে ডেকেছেন। কিন্তু তার ওই কমেন্ট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পন্থের ভক্তদের মধ্যে। অনেকেই বলেছেন একজন প্রবীণ মানুষ এবং ভারতীয় দলের প্রাক্তন কোচ হয়েও তিনি প্রকাশ্যে কিভাবে এইরকম নামে ডাকছেন একজন ক্রিকেটারকে। আবার অনেকে মজা করে জানতে চেয়েছেন যে তার কি আজ পানীয় বেশি পান করা হয়ে গিয়েছে যে প্রকাশ্যে এমন কমেন্ট করছেন।

shastri comment panty

তবে পন্থ এবং রবি শাস্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো। গত বছরের শুরুর দিকেই রিশভ পন্থ যখন সফ ফরমেটে দুরন্ত ছন্দে রয়েছেন তখন ওডিআইতে শতরান করে ম্যাচের সেরা হওয়ার পুরস্কার যখন তিনি হাতে তুলেছিলেন তখন আর সাক্ষাৎকার নিয়েছিলেন রবি শাস্ত্রী। সাক্ষাৎকারের তার হাতে একটি বিয়ারের বোতল তুলে দেন ভারতীয় উইকেটরক্ষক। তখনই সকলে বুঝে গিয়েছিলেন যে দুজনের মধ্যে সম্পর্ক ব্যক্তিগত স্তরে কতটা ভালো।

X