বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি একটি ভিডিওতে তার নতুন ফ্র্যাঞ্চাইজি সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন এবং করুণ নায়ারের সাথে একটি গল্প শেয়ার করেছেন যা আপনাকে অবাক করে দেবে। এই ভিডিওতে চাহাল বলেছেন, “সামান্য কিছু মানুষ আমার এই গল্পটি জানেন। কখনো বলিনি, কিন্তু আজ থেকে সবাই জানবে। এটা ২০১৩ সালে হয়েছিল, তখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম। আমাদের ম্যাচ বেঙ্গালুরুতেই ছিল, তার পর গেট-টুগেদার হল। সেখানে একজন খেলোয়াড় ছিলেন যিনি বেশ মাতাল ছিলেন। আজ তার নাম নেব না। তিনি আমাকে ডাকলেন। সে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে ছিল। সেখানে পৌঁছলে আমাকে বাইরে নিয়ে গিয়ে বারান্দা থেকে ঝুলিয়ে দেওয়া হয়। যদিও আমার হাত তার গলায় জড়ানো ছিল।”
গল্পটি বলতে গিয়ে চাহলের যেন সেদিনের ঘটনাগুলি মনে পড়তে থাকে। তিনি আরও বলেন, “আমার হাত ফস্কালে আমি ১৫ তলা থেকে পড়ে যেতাম। সেখানে উপস্থিত অন্যান্য লোকেরা এই সব দেখার সাথে সাথে তারা এসে সবকিছু সামলে নেয়। যখন আমাকে বারান্দা থেকে বের করে আনা হয়, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমাকে জল দেওয়া হলো। সেদিন বুঝলাম বাইরে যাওয়ার সময় আমাদের কতটা দায়িত্বশীল হওয়া উচিত।”
চাহালের সঙ্গে এমন আচরণ করা ক্রিকেটারকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী পরামর্শ দিয়েছেন যে আইপিএলে যুজবেন্দ্র চাহালের প্রথম দিনগুলিতে লেগ-স্পিনারের ওপর এই শারীরিক নির্যাতনের অভিযোগে দোষী খেলোয়াড়কে কখনই ক্রিকেট মাঠের কাছাকাছি আসতে দেওয়া উচিত নয়। সেই ক্রিকেটার যা করেছেন সেটা একেবারেই হাসির বিষয় নয়।
শাস্ত্রী একটি সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না এর সঙ্গে যুক্ত ব্যক্তি কে, তিনি তখন সচেতন ছিলেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে তা খুবই উদ্বেগের বিষয়। কারো জীবন বিপদে পড়েছিল, কারো কাছে মজার মনে হতে পারে কিন্তু এটা মোটেও হাস্যকর নয়। আপনি যখন এমন পরিস্থিতিতে পড়েন এবং এমন কিছু করার চেষ্টা করেন, তখন ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।