চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স? জেনে নিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন দলের আধিপত্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর ৪৮ ঘন্টাও বাকি নেই মিলিয়ন ডলার লিগ আরম্ভ হতে। ওয়াংখেড়ে-তে আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংস শনিবার, ২৬ মার্চ লিগের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। গত বছরও এই দুই দল আইপিএল ফাইনাল খেলেছিল। তারপর মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে সিএসকে কলকাতাকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতলেও এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। কারণ নিলামের ফলে দুই দলেই এসেছে গুরুত্বপূর্ণ বদল। এই অবস্থায় ভক্তরা কোন দল কাল এগিয়ে থাকবে তা বুঝতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের পরিসংখ্যানও তুলে ধরেছে।

kkr vs csk

   

গত ১৪ বছর ধরে ধোনির অধিনায়কত্বে খেলছিল চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল ২০২২ থেকে দলের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। এর আগে ধোনির আমলে এই মাঠে এ পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছে সিএসকে। এর মধ্যে তারা জিতেছেন ১২টিতে। অর্থাৎ এই মাঠে ৫০ শতাংশের বেশি ম্যাচ জিতেছে চেন্নাই।

অন্যদিকে, আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, তাহলে ওয়াংখেড়েতে এই দলের রেকর্ড খুবই খারাপ। দলটি এখন পর্যন্ত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ টি ম্যাচ খেলেছে এবং এর মধ্যে ১১ টিতে হেরেছে। কলকাতা নাইট রাইডার্স যে কটা মাঠে খেলতে নেমেছে তাদের মধ্যে এটাই তাদের দলের সবচেয়ে বাজে রেকর্ড।

কেকেআর ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একমাত্র জয় পেয়েছিল। অর্থাৎ এই মাঠে টানা ১০ বছর কেকেআর জয় পায়নি। তারপর গৌতম গম্ভীরের অধিনায়কত্বে। সেবার গম্ভীরের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৪০ রানের লক্ষ্য দিয়ে তাদের ১০৮ রানে গুটিয়ে দেয় নাইটরা। অপরদিকে চেন্নাই সুপার কিংস ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৮ সালে আইপিএল শিরোপা জিতেছে। এরপর এই মাঠে অনুষ্ঠিত ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাজিত করে তারা। ফলে সেই পরিসংখ্যানে এগিয়ে থাকছে চেন্নাই সুপার কিংসই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর