টানা ২ টেস্টে ম্যাচের সেরা জাদেজা! ভেঙে দিলেন সচিন টেন্ডুলকারের রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজে হারের ভয়ের বিষয়টিকে একেবারেই নির্মূল করে ফেলেছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India) । প্রথম টেস্টের নাগপুরে ভারত দাপট দেখিয়ে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে জয় পেয়েছিল। দিল্লি টেস্ট দেখে মনে হয়েছিল যে অস্ট্রেলিয়া পাল্টা লড়াই করবে। কিন্তু সেই টেস্টটিও শেষ হয়ে যায় আড়াই দিনের মধ্যে এবং ভারতীয় দল ৬ উইকেটে জয় পায়।

দুই টেস্টেই অসাধারণ পারফরম্যান্স করেছেন এই ফেব্রুয়ারিতে প্রায় পাঁচ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটানো অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম টেস্টে তিনি অজিদের ২ ইনিংসেই বল হাতে এবং ভারতীয় দলের ব্যাটিংয়ের সময় ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয় টেস্টে তিনি প্রথম ইনিংসে বল হাতে ৩ উইকেটে এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়ে অজিদের ব্যাটিংকে ধ্বংস করেছেন।

rohit jadeja

গত এশিয়া কাপে তিনি চোট পেয়ে মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন। তারপর ভারতীয় দল তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পায়নি। গত মাসে কেবলমাত্র একটি রঞ্জি ম্যাচ খেলে সেখানে বল হাতে ভালো পারফরম্যান্স করে তারপর ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সিরিজের বল হাতে তফাৎ করে দিচ্ছেন জাদেজা।

এবারে রবীন্দ্র জাদেজা ছুঁয়ে ফেলেছেন সচিন টেন্ডুলকারকেও। ভারতের মাটিতে টেস্ট ফরম্যাটেও সর্বোচ্চ ম্যাচের সেরা পুরস্কার পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন সচিন। ৯৪ ম্যাচ খেলে ৮ বার ম্যাচের সেরা হয়েছেন সচিন। এবার মাত্র ৩৮ টেস্ট ম্যাচ খেলেই সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন তিনি। ভারতের মাটিতে টেস্ট ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে তার গুরুত্ব অপরিসীম।

তবে ভারতের মাটিতে সর্বোচ্চ ম্যাচের সেরা হওয়ার তালিকায় এখনও এগিয়ে আছেন অনিল কুম্বলে। ৬৩ ম্যাচে ৯ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি। তবে ভবিষ্যতে এমন কি এই সিরিজেই রবীন্দ্র জাদেজা যে ফর্মে রয়েছেন তাতে কুম্বলে রেকর্ড কতদিন অক্ষত থাকবে সেই নিয়ে ভালো মতন সন্দেহ রয়েছে। এই টুর্নামেন্টে ব্যাট হাতে এখনও পর্যন্ত ১৮ উইকেট নেওয়া হয়ে গিয়েছে জাদেজার।


Reetabrata Deb

সম্পর্কিত খবর