সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো জাদেজার হাঁটুতে, ‘দ্রুত ফিরবো’, বার্তা তারকা অলরাউন্ডারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারতের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে দলকে জয় পেতে সাহায্য করেছিলেন। হংকংয়ে বিরুদ্ধে অসাধারণ বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং করেছিলেন তিনি। কিন্তু তারপর হাটুর চোটের জন্য অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের তাকে দেখা যাবে না।

খুব সম্ভবত তিন মাসের জন্য তিনি ভারতীয় দল থেকে ছিটকে গেছেন। তার অভাবটা এশিয়া কাপে ভালোই টের পেলো রোহিত শর্মারা। তার পরিবর্ত হিসেবে স্কোয়াডের সাথে যোগ দেওয়া অক্ষর প্যাটেলকে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি। মিডল অর্ডারে তার অভাব এবং পঞ্চম বোলার হিসেবে তার অভিজ্ঞতা ভালই অনুভব করছে রোহিত শর্মারা।

তার মধ্যেই জাদেজা ভক্তরা একটু স্বস্তি পেতে পারেন। জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফলভাবে তার হাঁটুর অপারেশন করেছেন চিকিৎসকরা। এখনো নিজের পায়ে দাঁড়াতে পারছেন না জাদেজা। তবে খুব দ্রুতই তার রিহ্যাবের প্রক্রিয়া শুরু হবে। খুব সম্ভবত নতুন বছরে মাঠে ফিরবেন তারকা অলরাউন্ডার।

জাদেজা ইনস্টাগ্রামে নিজের সার্জারি পরবর্তী অবস্থার ছবি পোস্ট করে লিখেছেন, “সার্জারি সাকসেসফুল, অনেক মানুষকে ধন্যবাদ জানানোর আছে তাদের পাশে থেকে ভরসা দেওয়ার কারনে। বিসিসিআই, সতীর্থ, সাপোর্ট স্টাফ, ফিজিও, চিকিৎসক এবং ভক্তদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দ্রুতই আমার রিহ্যাব শুরু করব এবং মাঠে ফিরে আসার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। সকলের পাঠানো শুভকামনার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।”

জাদেজার অনুপস্থিতিতে ভারতীয় দল হাড্ডাহাড্ডি লড়াই করেও পাকিস্তানের কাছে হার মানতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে ভারতীয় দলের, কারণ লোয়ার মিডল অর্ডারে কোনও ভারতীয় ব্যাটার বড় যোগদান দিতে পারেননি। টি টুয়েন্টি বিশ্বকাপেও তার অভাব হয়তো ভোগাবে ভারতকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর