এবার মাঠের মাঝে পুষ্পা অবতারে জাদেজা, ভাইরাল হলো অভিনব সেলিব্রেশনের ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃহস্পতিবার লখনউতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। সেই ম্যাচ চলাকালীন দিনেশ চান্দিমালকে আউট করার পরে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তার উইকেটের আনন্দ উদযাপনের অংশ হিসাবে আল্লু অর্জুন-অভিনীত “পুষ্পা – দ্য রাইজ” নামক চলচ্চিত্র থেকে একটি বিখ্যাত ভঙ্গি করে দেখান যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

চান্দিমাল স্টেপ আউট করে তার ক্রিজের বাইরে চলে গিয়েছিলেন এবং জাদেজার ডেলিভারি টার্ন করে ব্যাটারকে পরাজিত করার পরে উইকেটরক্ষক ইশান কিষান শ্রীলঙ্কান তারকাকে স্টাম্পড করতে ভুল করেননি। এর আগে, ঈশান কিষান নিজে ৫৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সাথে শ্রেয়স আইয়ারের অপরাজিত ৫৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ভারত ১৯৯ রান তোলে।

জাদেজা কাল ব্যাট হাতে খুব বেশি কিছু করার সুযোগ পাননি। কিন্তু বল হাতে নিজের দক্ষতা দেখিয়ে ১ টি উইকেট তুলে নিয়েছিলেন। আর সেই উইকেটটি নেওয়ার পরেই এই বিশেষ সেলিব্রেশনটি করেন তিনি। যা দেখে ধারাভাষ্যকাররাও উত্তেজিত হয়ে পড়ে। ভিডিও-

ম্যাচের পরে অধিনায়ক রোহিত শর্মা জাদেজার প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে চোট কাটিয়ে মাঠে ফিরে এসে জাদেজা ভালোই পারফরম্যান্স করেছেন। এরপরে রোহিত জানিয়েছেন যে তারা জাদেজার ব্যাটিংকেও আরও বেশি করে কাজে লাগাতে চান। শেষ কয়েক বছরে জাদেজা ব্যাট হাতে অনেক উন্নতি করেছেন বলেও স্বীকার করেছেন রোহিত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর