২০০০-র পর এবার ৫০০-র নোট নিয়ে বড় তথ্য জানাল RBI, আপনার কাছে থাকলে হয়ে যান সতর্ক

বাংলা হান্ট ডেস্ক: ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নোটবন্দির ঘোষণা করেছিলেন। যার ফলে তৎকালীন প্রচলিত ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। এমন পরিস্থিতিতে, পরবর্তীকালে আবার নতুন করে ৫০০ টাকা এবং ২,০০০ টাকার নোটের প্রচলন শুরু হয়। তবে, এবার ৫০০ টাকার প্রসঙ্গে একটি বড় খবর সামনে আনল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। এমতাবস্থায়, আপনার বাড়িতেও যদি এখন ৫০০ টাকার নোটের বান্ডিল থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি আপনার জেনে রাখা উচিত।

বাজারে ২ ধরণের নোট আছে: জানা গিয়েছে, বর্তমানে বাজারে দুই ধরণের ৫০০ টাকার নোট দেখা যাচ্ছে এবং উভয় নোটের মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। শুধু তাই নয়, এই দুই ধরণের নোটের মধ্যে একটিকে জাল নোট হিসেবে বিবেচিত করা হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এই তথ্য জানানো হয়েছে।

কি বলা হয়েছে ওই ভিডিওতে: ওই ভিডিওতে বলা হয়েছে যে, ওই নোটগুলির মধ্যে এক ধরণের নোট জাল। এমতাবস্থায়, PIB ওই ভিডিওর সত্যতা যাচাই করে পুরো বিষয়টি সামনে এনেছে। ওই ভিডিওতে বলা হচ্ছে যে, ৫০০ টাকার এমন কোনো নোট নেবেন না, যেখানে সবুজ স্ট্রিপটি RBI গভর্নরের স্বাক্ষরের কাছ দিয়ে যায় বা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে।

দুই ধরণের নোটই বৈধ: এদিকে, এই ভিডিওটির সত্যতা যাচাই করার পর দেখা গেছে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো। অর্থাৎ, বর্তমানে বাজারে চলমান দুই ধরণের নোটই বৈধ। এমতাবস্থায়, যদি আপনার কাছে এমন কোনো ৫০০ টাকার নোট থেকে থাকে তবে চিন্তা করবেন না। RBI জানিয়েছে, বাজারে এই দুই ধরণের নোটই চলছে।

istockphoto 636945786 612x612

ভাইরাল মেসেজের সত্যতা যাচাই করে নিন: আপনিও যদি এমন কোনো বিভ্রান্তিকর মেসেজ বা ভিডিও পান সেক্ষেত্রে সেগুলি কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়াও, আপনি যেকোনো খবরের সত্যতাও যাচাই করতে পারেন। এর জন্য আপনি https://factcheck.pib.gov.in/-এই অফিসিয়াল লিঙ্কটির সাহায্য নিতে পারেন। এছাড়াও, আপনি এহেন ভিডিও পাঠাতে পারেন +৯১৮৭৯৯৭১১২৫৯ এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা pibfactcheck@gmail.com-এ ইমেলও করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর