আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ! নয়া বছরে সুখবর শোনাল RBI

বাংলা হান্ট ডেস্ক: নতুন অর্থবর্ষের শুরুতেই এবার মিলল বড় আপডেট। মূলত, শুক্রবার অর্থাৎ ৫ এপ্রিল RBI (Reserve Bank Of India)-র গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) মনিটারি পলিসির বিষয়ে ঘোষণা করেছেন। যেখানে গভর্নর জানিয়েছেন এবারেও রেপো রেট ৬.৫ শতাংশ রাখা হয়েছে। এমতাবস্থায়, এই নিয়ে সপ্তম বার রেপো রেটে কোনো পরিবর্তন করেনি RBI। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট ০.২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল।

উল্লেখ্য যে, সুদের হার পর্যালোচনা করার জন্য RBI-র MPC বৈঠক গত ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হয়। যেখানে MPC-র ৬ সদস্যের মধ্যে ৫ জনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সুদের হার পরিবর্তন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, RBI গভর্নর বলেছেন যে, মুদ্রাস্ফীতি কমলেও অর্থনীতির অবস্থা শক্তিশালী হয়নি। রেপো রেট ছাড়াও, SDF এবং MSF-এ কোনও পরিবর্তন করা হয়নি। এগুলি অপরিবর্তিত রাখা হয়েছে যথাক্রমে ৬.২৫ এবং ৬.৭৫ শতাংশে।

RBI brings good news in the new year.

৭.৬ শতাংশে থাকবে রিয়েল GDP গ্রোথ: RBI গভর্নর আরও বলেছেন যে, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য রিয়েল GDP গ্রোথ অনুমান করা হয়েছে ৭.৬ শতাংশ। আরও বলা হয়েছে যে, শক্তিশালী GDP-র কারণ হল শক্তিশালী উৎপাদন এবং সার্ভিস সেক্টর। এডিকে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে PMI ৬০-এর উপরে ছিল। যেটি ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ স্তর।

আরও পড়ুন: গ্রীষ্মকালে কোন নম্বরে চালানো উচিত ফ্রিজ? না জানলে হু হু করে বাড়বে বিদ্যুতের বিল

অর্থনীতির অবস্থা: এর পাশাপাশি রিয়েল GDP গ্রোথ ৭ শতাংশে বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। যেটি আগে ছিল ৬.৯ শতাংশ। গভর্নর বলেছেন যে, গ্রামীণ এবং শহরাঞ্চলেও সামগ্রিক ব্যবহার শক্তিশালী রয়েছে। পাশাপাশি, রবি মরশুমে বাম্পার উৎপাদনের কারণে মুদ্রাস্ফীতি কমতে পারে। তবে বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ এবং স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীই হবেন প্রচারের মুখ! বঙ্গে ১৪ দিনে ১৪ টি জনসভা করবেন মোদী, মেগা প্ল্যান বিজেপির

২০২৫ অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস: জানিয়ে রাখি যে, ২০২৫ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার অনুমান করা হয়েছে ৪.৫ শতাংশ। এদিকে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার হতে পারে ৪.৯ শতাংশ। পাশাপাশি, দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.৭ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর