বছর শেষে খুশির খবর দিল RBI! জানলে আপনিও হবেন চিন্তামুক্ত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমরা। আর ঠিক কয়েকদিন পরেই আমরা পৌঁছে যাবো আগামী বছর অর্থাৎ ২০২৪-এ। ঠিক এই আবহেই RBI (Reserve Bank Of India)-এর তরফে বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টানা পঞ্চম বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের (Repo Rate) ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে যাঁরা EMI-এর মাধ্যমে গাড়ি বা বাড়ি কিনেছেন তাঁরা বড় স্বস্তি পেয়েছেন। কারণ, এক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে। অর্থাৎ বৃদ্ধি ঘটছে না। উল্লেখ্য যে, চলতি মাসের ৬ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত মনিটারি পলিসি কমিটির মিটিং সম্পন্ন হয়। সেখানে রেপো রেট অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RBI gave happy news at the end of the year

অর্থাৎ এই হার পূর্বের হার অনুযায়ী, এখনও ৬.৫ শতাংশেই রয়েছে। জানিয়ে রাখি যে, অধিকাংশক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাঙ্ক এই সুদের হার অনুযায়ী অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এছাড়াও, আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হারের বিষয়টি বাড়িয়েছে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

পূর্বের অনুমান অনুযায়ী, এই হার ছিল ৬.৫ শতাংশ। কিন্তু, এখন এটি ৭ শতাংশ হিসেবে আশা করা হচ্ছে। অর্থাৎ, সোজা কথায়, দেশের সামগ্রিক অর্থনীতি আরও ভালো হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও, আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্ক এই বিষয়ের পরিপ্রেক্ষিতে সতর্ক রয়েছে এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন: এবার প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক? সামনে এল বড় আপডেট

এই প্রসঙ্গে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে MPC-র ছয় সদস্যই সর্বসম্মতিক্রমে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, রেপো রেট ৬.৫ শতাংশেই বহাল থাকবে। এদিকে, এই সিদ্ধান্তের পাশাপাশি, অর্থনীতির গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গভর্নর বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ স্বত্বেও ভারতের অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। GST আদায় থেকে শুরু করে পিএমআই (পার্চেজিং ম্যানেজার্স ইনডেক্স) সহ বিভিন্ন দিক বিবেচনা করে চলতি অর্থবর্ষে GDP বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে বলেও জানান তিনি।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর