বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাঙ্কের! লোন নেওয়ার আগে অবশ্যই জেনে নিন RBI-এর এই নতুন নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) এবার গত সপ্তাহে ফ্লোটিং ইন্টারেস্ট লোনে সমান মাসিক কিস্তির (EMI) ক্ষেত্রে সুদের হার পুনরায় সেট করার জন্য বিশদ নির্দেশিকা জারি করেছে। RBI নির্দেশিকায় জানিয়েছে যে, “EMI বা ঋণের মেয়াদ বা উভয়ের কোনো বৃদ্ধি কিংবা পরিবর্তন হলে তা অবিলম্বে যথাযথ চ্যানেলের মাধ্যমে ঋণগ্রহীতাকে জানানো হবে।”

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, EMI-ভিত্তিক ফ্লোটিং রেটে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে, ঋণগ্রহীতাদের যথাযথ যোগাযোগ বা সম্মতি ছাড়াই ঋণের মেয়াদ বাড়ানো বা EMI পরিমাণ বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এদিকে, উচ্চ মুদ্রাস্ফীতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করায় গত বছরের মে মাস থেকে সুদের হার বেড়েছে।

RBI has issued new rules regarding loan rates

ইতিমধ্যেই সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “২০২২ সালের মে মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ফলে, বিপুল সংখ্যক ঋণগ্রহীতা নেগেটিভ ঋণ পরিশোধের সম্মুখীন হচ্ছেন।”

আরও পড়ুন: Axis Bank-এর গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার FD-তে লাফিয়ে বৃদ্ধি পেল সুদের হার

ঋণ গ্রহণকারীরা এই বিকল্পটি পাবেন: এমতাবস্থায়, EMI ভিত্তিক ব্যক্তিগত ঋণের ফ্লোটিং সুদের হার পুনরায় রিসেট করার বিজ্ঞপ্তি অনুসারে, “সুদের হার পুনরায় রিসেট করার সময়ে, REs (Regulated Entities) ঋণগ্রহীতাদের তাদের বোর্ড অনুমোদিত নীতি অনুযায়ী একটি নির্দিষ্ট হারে স্যুইচ করার বিকল্প প্রদান করবে।”

আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! এবার RBI জানাল এই বড় তথ্য, খুশির আমেজ সাধারণ মানুষের মধ্যে

কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, সমগ্ৰ নীতিতে ঋণগ্রহীতাকে ঋণের মেয়াদে কতবার সুদের হারের ব্যবস্থা পরিবর্তন করতে দেওয়া হবে তাও উল্লেখ করা উচিত। এই অনুমোদনের সময়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায় যে, REs স্পষ্টভাবে ঋণগ্রহীতাদের ঋণের বেঞ্চমার্ক সুদের হারের পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে অবহিত করবে। যার ফলে EMI অথবা মেয়াদ বা উভয়েই পরিবর্তন হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর