২০০০ টাকার নোট নিয়ে ফের বড় ঘোষণা করতে পারে RBI, উপকৃত হবেন কোটি কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্ক: গত ১৯ মে, ২০২৩ তারিখে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বাজারে প্রচলিত ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। পাশাপাশি, দেশের জনগণের উদ্দেশ্যে সেই নোট এক্সচেঞ্জ এবং জমা দেওয়ার ক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এমতাবস্থায়, ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের একদম শেষে উপস্থিত হয়েছি আমরা। ঠিক সেই আবহেই এবার একটি বড় তথ্য সামনে এসেছে।

মূলত, যাঁরা এখনও ২,০০০ টাকার নোট জমা দেননি তাঁদের জন্য একটি স্বস্তির খবর মিলতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RBI ২,০০০ টাকার নোট ফেরত নেওয়ার শেষ তারিখ অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। মানিকন্ট্রোলের প্রকাশিত এক রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে এহেন দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও অফিসিয়াল কোনো নির্দেশ জারি করা হয়নি।

RBI may make big announcement for 2,000 rupee note

এই প্রসঙ্গে একজন আধিকারিক মানিকন্ট্রোলকে জানিয়েছেন, “অনুমান করা হচ্ছে RBI ২,০০০ টাকার নোট জমা তথা এক্সচেঞ্জের শেষ তারিখ কমপক্ষে আরও এক মাস বাড়িয়ে দিতে পারে। মূলত, বিদেশে বসবাসরত এনআরআই এবং ভারতীয়দের কথা মাথায় রেখেই এটি করা হতে পারে।” উল্লেখ্য যে, এখনও পর্যন্ত ২,০০০ টাকার নোট জমা বা এক্সচেঞ্জ করার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। তবে, বিশেষজ্ঞদের একাংশ অনুমান করছেন যে, RBI ২,০০০ টাকার নোটের ১০০ শতাংশ সার্কুলেশন থেকে সরানোর সময়সীমা বাড়াতে পারে।

আরও পড়ুন: মহাকাশে ক্রমশ দাপট ভারতের! এবার এই গ্রহে মিশনের প্রস্তুতি নিচ্ছে ISRO, বড়সড় ঘোষণা সোমনাথের

কত নোট ফেরত এসেছে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বরের মধ্যে, ২,০০০ টাকার নোটের ৯৩ শতাংশ RBI-র কাছে জমা পড়েছে। এদিকে, RBI যখন মে মাসে এই নোটগুলি সার্কুলেশন থেকে প্রত্যাহার করার ঘোষণা করেছিল, তখন ৩.৬২ লক্ষ কোটি টাকার ২,০০০ টাকার নোটের সার্কুলেশন ছিল। এমতাবস্থায়, ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩.৩২ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে। জানিয়ে রাখি যে, গত ১৯ মে RBI-এর ২,০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পরেই ২৩ মে থেকে, ব্যাঙ্কগুলি এই নোট এক্সচেঞ্জ বা জমা করার প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন: এখনই হন সতর্ক! আটা-ময়দা মাখার সময়ে অবশ্যই মেনে চলুন এই ৪ টি উপায়, নাহলেই হতে হবে কাঙাল

সময়সীমা বৃদ্ধি না হলে কি হবে: এদিকে, এই সময়সীমা যদি বাড়ানো না হয়, সেক্ষেত্রে কিন্তু ২,০০০ টাকার নোট অবৈধ হয়ে যাবে না। তবে, সেগুলির মাধ্যমে বাজারে কিছুই কেনা যাবে না। এমতাবস্থায়, নোটগুলি সরাসরি RBI-এর কাছে নিয়ে গিয়ে জমা করতে হবে। এদিকে, এখন ব্যাঙ্কে প্রতিদিন ২,০০০-এর ২০,০০০ টাকা জমা করা যাচ্ছে। এর মানে হল যে, প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ২,০০০ টাকার ১০ টি নোট জমা করতে পারেন। যদিও, ব্যাঙ্কগুলিতে ২,০০০ টাকার নোট এক্সচেঞ্জ বা জমা করার জন্য কোনো উল্লেখযোগ্য ভিড় পরিলক্ষিত হয়নি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর