বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে সরকারি ব্যাঙ্কের পাশাপাশি বেসরকারি ব্যাঙ্কের আধিপত্য বেশ চোখে পড়ার মতো। সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রের ব্যাঙ্কগুলিকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনে চলতে হয়। এবার বেসরকারি ব্যাংকগুলির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা হল নতুন নির্দেশিকা।
বেসরকারি ব্যাঙ্কের MD ও CEO সম্পর্কিত নির্দেশিকা জারি করা হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। এই নির্দেশিকায় বলা হয়েছে দু’জন ফুল-টাইম ডিরেক্টর থাকতেই হবে ব্যাঙ্কগুলোর বোর্ডে। রিজার্ভ ব্যাঙ্ক মূলত ব্যাঙ্কের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য এই নির্দেশিকা জারি করেছে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে অনেক সময় দেখা যায় ব্যাঙ্কের কাজে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলতার।
আরোও পড়ুন : ঘর সামলে চালান লোকাল ট্রেন! মেদিনীপুর টু হাওড়া, ট্রেন ছুটিয়ে ইতিহাস গড়লেন দীপান্বিতা
বেসরকারি ব্যাঙ্ক ও বিদেশি ব্যাঙ্কগুলোর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থাগুলিকে এই নির্দেশিকার মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে ব্যাঙ্কের বোর্ডে ম্যানেজিং ডিরেক্টর ও CEO-র উপস্থিতি সম্পর্কে। আরবিআই বলেছে বেসরকারি ব্যাংকগুলিকে নিশ্চিত করতে হবে যাতে তাদের বোর্ডে MD ও CEO-সহ কমপক্ষে দু’জন ডিরেক্টর থাকেন।
আরোও পড়ুন : এবার কাশ্মীর ভ্রমণ হবে আরও মনোরম, ট্রেনে বসেই ৩৬০°তে দেখা যাবে ভূস্বর্গ! বড় বন্দোবস্ত রেলের
এই ব্যাপারে নির্দেশিকায় বলা হয়েছে যে সকল ব্যাঙ্কের ২ জন ফুলটাইম ডিরেক্টর নেই, তাদের আগামী চার মাসের মধ্যে ফুল টাইম ডিরেক্টর নিয়োগের প্রস্তাব জমা দিতে হবে। অন্যদিকে এমন কিছু ব্যাঙ্ক রয়েছে যাদের ফুলটাইম ডিরেক্টর নিয়োগ সংক্রান্ত কোনও নিয়ম নেই। নির্দেশিকায় বলা হয়েছে এই ব্যাঙ্কগুলি প্রাথমিক অনুমোদন চাইতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
রিজার্ভ ব্যাঙ্কের মতে এই ধরনের বোর্ড গঠন করার ফলে সহজ হবে ব্যাঙ্কের কাজকর্ম। বিভিন্ন পরিকল্পনার রূপায়ণ আরো সহজ হবে বলে শীর্ষ ব্যাঙ্কের ধারণা। ব্যাঙ্কিং সেক্টরে যে ক্রমাগত জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ আসছে তা মোকাবিলা করতে এই বোর্ড সাহায্য করবে। সেই দিক থেকে গ্রাহকদের সন্তুষ্টি দিতে রিজার্ভ ব্যাঙ্ক নতুন নিয়ম জারি করেছে।