বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার একটি বড় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি, ওই বিধিনিষেধের প্রভাব দ্রুত কার্যকর হতেও শুরু করেছে। এমতাবস্থায়, আপনি যদি বর্তমান সময়ের পেমেন্ট অ্যাপ এবং ইনভেস্টমেন্ট মোবাইল অ্যাপের মত বিষয়গুলি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অবিলম্বে মনোযোগ দিতে হবে।
মূলত, RBI-এর তরফে SBM Bank-কে Outward Remmitance করতে নিষিদ্ধ করা হয়েছে এবং তা দ্রুত কার্যকরও করা হয়েছে। এমতাবস্থায়, সোমবার জারি করা ওই আদেশে, ব্যাঙ্কের Outward Remmitance-এর উপর দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করে বলা হয়েছে যে, তারা বিদেশে ভারতীয় অর্থ স্থানান্তর করতে পারবে না।
এই মোবাইল অ্যাপগুলি প্রভাবিত হবে: এদিকে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই কড়া পদক্ষেপের পরে বেশ কয়েকটি মোবাইল অ্যাপ সরাসরিভাবে প্রভাবিত হবে। মূলত, বিদেশি শেয়ার বাজারে কেনাবেচার জন্য ব্যবহৃত প্ল্যাটফর্ম যেমন INDMONEY, Zolve, Vested, IND money, Instarem, HOPREmit-Money, BookMyForex, Airpay-তে সমস্যা দেখা দিয়েছে। শুধু তাই নয়, বৈদেশিক ট্রানজকশানের ক্ষেত্রেও সমস্যা শুরু হবে। এমতাবস্থায়, এই ব্যাঙ্কের অংশীদারিত্বের মাধ্যমে যেসব মোবাইল অ্যাপ Outward Remmitance-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করত তারাও প্রভাবিত হয়েছে।
এদের ওপর পড়বে না কোনো প্রভাব: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি যদি SBM BANK-এ অ্যাকাউন্ট খুলে থাকেন এবং ব্যাঙ্কে কোনো ধরণের ফিক্সড ডিপোজিট জমা করে থাকেন সেক্ষেত্রে তা সম্পূর্ণ নিরাপদ অবস্থায় থাকবে। অর্থাৎ, সেখানে ঝুঁকির কোনো চিন্তা থাকবে না। মূলত, এই ব্যাঙ্কটিও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে রেজিস্টার্ড রয়েছে এবং অন্যান্য ব্যাঙ্কগুলির মতো এখানেও আপনার ৫ লক্ষ পর্যন্ত টাকা নিরাপদ থাকবে।