বাংলাহান্ট ডেস্ক : শীতকালে এখন বাজারে মিলছে টাটকা কড়াইশুঁটি। যে কোনও রান্নাতেই কড়াইশুঁটি দিলে তার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। তবে কড়াইশুঁটি ছাড়িয়ে অনেকেই খোসাটা (Recipe) ফেলে দেন। কিন্তু জানেন কী, কড়াইশুঁটির খোসাতেই রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণ।
কড়াইশুঁটির খোসা দিয়ে সুস্বাদু রেসিপি (Recipe)
কড়াইশুঁটির খোসায় রয়েছে প্রচুর ভিটামিন কে, ভিটামিন বি ৬, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফোলেট। কিন্তু কীভাবে খাবেন কড়াইশুঁটির খোসা? রইল কিছু সহজ রেসিপি-

কড়াইশুঁটির খোসা বাটার রেসিপির (Recipe) উপকরণ:
কড়াইশুঁটির খোসা
সর্ষে
পোস্ত
কাঁচালঙ্কা
কালোজিরে
লাল লঙ্কার গুঁড়ো
ধনেপাতা
কড়াইশুঁটির খোসা বাটা রেসিপির প্রণালী: প্রথমে সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে কালোজিরে এবং কাঁচালঙ্কা একসঙ্গে ফোরন দিতে হবে। কড়াইশুঁটির খোসা বেটে দিয়ে নুন হলুদ দিয়ে কষাতে হবে।
আরও পড়ুন : ১১ বিধানসভা থেকে ৬ লক্ষ নাম বাদ! জনবিন্যাসের চিত্রই বদলে যাওয়ার আশঙ্কা SIR-এ
এরপর ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ করে নিতে হবে। এরপর লঙ্কা গুঁড়ো, সরষে, পোস্ত বাটা দিয়ে ভালো ভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর স্বাদমতো নুন চিনি দিয়ে উপর থেকে সর্ষের তেল এবং ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।












