হনুমানজিকে স্মরণ করে পাঠ করুন এই বিশেষ মন্ত্র, পেতে পারেন দেবতার দর্শন

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুমতে ১৩৩ কোটি দেবদেবী রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডে। তার মধ্যে হনুমানজি (hanuman) অন্যতম। আমরা অনেকেই অনেক দেবতার যেমন আরাধনা করে থাকি, তেমনই অনেকেই আবার হনুমানজির আরাধনা করেন। বারের মধ্যে মঙ্গলবার হল হনুমানজির বার। এই দিন অনেককেই দেবতাকে স্মরণ করতে দেখা যায়।

vvbb

রামায়ণে আমরা হনুমানের অনেক গল্প পড়েছি। কিভাবে ভগবান রামের একজন পরম ভক্ত হয়ে ওঠেন হনুমান। এমনকি কিভাবে লক্ষণের প্রাণ ফিরিয়ে দেওয়া থেকে মা সীতাকের উদ্ধার- সব ক্ষেত্রেই হনুমানের ভূমিকা অপরিসীম।

91wvE5YkOBL. SL1500 3

অনেককেই দেখা যায় প্রতি মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করতে। এই হনুমান চল্লিশা পাঠ মানুষের মনে শক্তি, বল এবং ভরসার সঞ্চার ঘটায়। বাড়িয়ে তোলে মনের জোর।

মতিচুরের লাড্ডু 1

হনুমানজির প্রসাদ হিসেবে লাড্ডুও দিতে দেখা যায়।

hanuman ji

বিভিন্ন দেবতার যেমন কিছু আলাদ মন্ত্র থাকে, তা পাঠ করলে দেবতার উপস্থিতি অনুভব করা যায়। তেমনই একটি বিশেষ মন্ত্র আছে, যা পাঠ করলে আপনি হনুমানজির স্বপ্নাদেশ পেতে পারেন বলেও কথিত আছে। মন্ত্র- কলতন্তু কারাচরন্তি এনার মারিষ্ণু, নির্মুক্তার কালেতওয়াম অমরিষ্ণু।।


Smita Hari

সম্পর্কিত খবর