বাংলাহান্ট ডেস্ক : আপনি কি শিক্ষক-শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য আজ রয়েছে দারুন খবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরির সুযোগ। কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ে একাধিক বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি হয়েছে সম্প্রতি। একাধিক পদে সরাসরি ইন্টারভিউয়ের (Interview) মাধ্যমে হবে এই নিয়োগ (Recruitment)। কোন কোন পদে নিয়োগ, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী, মাসে কত টাকা বেতন মিলবে, আবেদন পদ্ধতি কী, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
নিয়োগ (Recruitment) হবে কেন্দ্রীয় বিদ্যালয়ে
কোন পদে নিয়োগ : Physics, Chemistry, Maths, Biology, Computer Science, Political Science, Economics, History, Geography, Hindi, English & Commerce বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ও Hindi, English, Science, Social Science, Sanskrit & Mathematics,কম্পিউটার ইন্সট্রাক্টর বিভাগে গ্র্যাজুয়েট নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষক (ডান্স, যোগা, স্পোর্টস), নার্স ও প্রাইমারি শিক্ষকের জন্য রয়েছে শূন্য পদ।
আবেদনের ক্ষেত্রে যোগ্যতা : যে বিষয়ে আবেদন করতে চাইছেন সেই বিষয়ের উপর অন্ততপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রী থাকতে হবে প্রার্থীর। স্নাতক ডিগ্রী বা ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা আবেদনের যোগ্য। পদ অনুযায়ী যোগ্যতা জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।
আরোও পড়ুন : প্রাক্তন নায়কের সঙ্গেই চুটিয়ে প্রেম, বিয়ের প্ল্যানিং নিয়ে অকপট ‘মিঠাই’ নায়িকা
মাসিক বেতন : পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। কেন্দ্রীয় বিদ্যালয়ের বেতন পরিকাঠামো অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে ভিজিট করতে পারেন https://forms.gle/BYyd9GCDxcJSXqU17। আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করতে হবে ডকুমেন্টস। আবেদনের ক্ষেত্রে আবেদন মূল্য লাগবে না প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি : আবেদনকারীকে কোনোরকম লিখিত পরীক্ষায় বসতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইন্টারভিউ নেওয়া হবে ১৮/০২/২০২৫ এবং ১৯/০২/২০২৫ তারিখে।