বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই সোনায় সোহাগা চাকরিপ্রার্থীদের। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (বেল) পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একাধিক শূন্যপদে ইঞ্জিনিয়ার নিয়োগের (Recruitment) বিষয়টি উল্লিখিত আছে। আগ্রহীরা শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে পারবেন।
নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ চাকরিপ্রার্থীদের জন্য
জানা গিয়েছে, সংস্থায় ৩৫০ শূন্যপদের মধ্যে প্রোবেশনারি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) এবং প্রোবেশনারি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) বিভাগে নিয়োগ (Recruitment) হবে। নিযুক্তদের প্রথম ছ’মাস সংস্থায় প্রশিক্ষণ দেওয়ার পর ভারতের নানান প্রান্তে পোস্টিং দেওয়া হবে। এই সংস্থায় যারা নিযুক্ত হবেন তাদের মাস গেলে বেতন হবে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।
এছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য সর্বোচ্চ বয়স ২৫ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। পরীক্ষা হবে আগামী মার্চ মাসে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উভয় পদের জন্যই যোগ্য প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে।
আরোও পড়ুন : ২০২৫-এর শুরুতেই মিলে গিয়েছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! ঘনিয়ে আসছে বিরাট সঙ্কট, জানলে উড়বে ঘুম
প্রোবেশনারি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রনিক্স) পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন, সেইসব আবেদনকারীদের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিই/ বিটেক/ বিএসসি ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, প্রোবেশনারি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/ বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
এখন প্রশ্ন হল কিভাবে অ্যাপ্লাই (Apply) করবেন? আবেদন জানানোর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১,১৮০ টাকা। ব্যতিক্রম সংরক্ষিত শ্রেণিভুক্তরা। আগামী ৩১ জানুয়ারির মধ্যেই চাকরিপ্রার্থীদেরকে আবেদনের করতে হবে। এই বিষয়ে সবিস্তার জানার জন্য অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া দরকার।