বাংলাহান্ট ডেস্ক : চাকরি তো আমরা সবাই চাই। তবে চাকরির সাথে যদি থাকে রোমাঞ্চ তাহলে কাজের অভিজ্ঞতা হয় সম্পূর্ণ ভিন্ন। এবার হয়ত আপনার জন্য অপেক্ষা করছে তেমনই একটি চাকরি। আপনি কি চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আপনার জন্য কাজের সুব্যবস্থা করে দিতে পারে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম।
কর্মী নিয়োগ (Recruitment) ভারতীয় জাদুঘরে
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই স্বশাসিত প্রতিষ্ঠানটি সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে তাদের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরের (Indian Museum) জন্য কর্মী নিয়োগ (Recruitment) হবে। ইচ্ছুক প্রার্থীরা অফলাইন ও অনলাইন দুই মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : আর চিন্তা নেই! এবার এক্কেবারে ফ্রি স্বাস্থ্য বিমা! চিকিৎসার সুযোগ এখন হাতের মুঠোয়
হিন্দি ট্রান্সলেটর বা অনুবাদক, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মডেলার এবং গাইড লেকচারার (জ়ুলজি) পদে এই নিয়োগ (Recruitment) করা হবে বলে জানানো হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ৪টি। সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলিতে আবেদনের যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা।
আরোও পড়ুন : আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না রোহিত? রাখঢাক না রেখে আকাশ চোপড়া জানালেন “আসল সত্যি”
পদ অনুযায়ী ২৯,২০০-৯২,৩০০ টাকা বেতন হবে নিযুক্ত প্রার্থীদের। স্বীকৃত আর্ট কলেজ থেকে কোনও বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা এবং মডেলিংয়ে স্পেশালাইজ়েশন থাকলে আবেদন করা যাবে মডেলার পদের জন্য। তার সাথে নূন্যতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মডেলিংয়ে। অন্যান্য পদে আবেদনের যোগ্যতার কথা উল্লেখ রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানা বা ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ই অক্টোবর ২০২৪। আবেদন জানানোর আগে বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই মন দিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।