বাংলা হান্ট ডেস্ক :অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ানভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টেকনিশিয়ান বি শূন্য পদ এবং দুটি গবেষণা শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত-
1. মোট শূন্যপদ- কার্পেন্টার কেমিকেল ইলেক্ট্রিশিয়ান ইলেকট্রো মেকানিক ফিল্টার ইনস্ট্রুমেন্ট মেকানিকপাম্প অপারেটর কাম মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং কেমিক্যাল, বয়লার অ্যাটেন্ডেন্ট ইলেকট্রো মেকানিক মেকানিকাল মিলিয়ে মোট 90, এ ছাড়াও সহযোগী গবেষক পদের জন্য 2 টি আসন ফাঁকা রয়েছে।
2. আবেদনের জন্য যোগ্যতা- ইসরোর বিজ্ঞপ্তি অনুসারে যাঁরা এনসিটিই এবং আইটিআই এনটিসি বা এনএসসি এবং এসএসসি তিন তাঁরাই একমাত্র আবেদন করতে পারবেন। অন্যদিকে সহযোগী অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই মেয়েটিরও লজি, অ্যাটমোসফেরিক সায়েন্সেস, ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স এই পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
3. বেতনক্রম- বাছাই হওয়া প্রার্থীরা যারা টেকনিশিয়ান পদের জন্য আবেদন করেছেন তাঁদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। এবং সহযোগী গবেষক পদের নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন 47000 টাকা প্রতি মাসে।
4. আবেদন পদ্ধতি- উপরের দুটি পদে আবেদনের জন্য প্রার্থীরা ইসরোর অনলাইন ওয়েবসাইট https://apps.shar.gov.in/RMT/TECH.jsp তে গিয়ে আবেদন করতে হবে। 5. আবেদনের শেষ তারিখ- 29 নভেম্বর।