জট কাটতে চলেছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের, মামলার রায় ঘোষণা পুজোর আগেই

বাংলা হান্ট ডেস্ক : টানা পাঁচ বছর ধরে মামলার গেরোয় আটকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হলেও এখনও অবধি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ জটে আটকে রয়েছে৷ যদিও চলতি বছরে ইন্টারভিউ শেষ হয়েছে কিন্তু এখনও অবধি মামলার জট অব্যাহত তবে দীর্ঘ দিনের জট কাটতে চলেছে পুজোর আগেই৷

কলকাতা উচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়েছে পুজোর আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে৷ সোমবার কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিক মামলার শুনানি ছিল৷ দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর স্থির হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ আবারও শুনানি হবে৷ তাই মনে করা হচ্ছে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করে হতে পারে আদালতের তরফ থেকে৷ যে হেতু পুজোর আর মাত্র এক দিন পরেই পুজোর ছুটি পড়ে যাবে তাই পুজোর ছুটির পরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের রায়দান হলেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক সময় লেগে যাবে৷

তাই যাতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের শীঘ্রই মেধাতালিকা প্রকাশ করা যায় একই সঙ্গে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের ইন্টারভিউ শেষ করা যায় তার দিকেই নজর রাখছে আদালত৷ তাই সোমবার কলকাতা উচ্চ আদালতের তরফ থেকে পুজোর আগেই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায়দান ঘোষণার সম্ভাবনা জারি করেছে৷

উল্লেখ্য, 2015 সালের অগাস্ট মাসে উত্সব প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল, 2016 সালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও আটকে পড়ে মামলায় তাই দীর্ঘ দুই বছর পর অর্থাত্ 2018 সালে ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন পর্ব শুরু করে স্কুল শিক্ষা কমিশন৷ 2019 সাল থেকে শুরু হয় ইন্টারভিউ নেওয়া,কয়েকটি কাউন্সিলিংয়ের পর শেষ করা হলেও যদিও এখনও তা অব্যাহত৷

সম্পর্কিত খবর