বাংলা হান্ট ডেস্কঃনিয়োগ দুর্নীতি মামলায় টাকা রহস্য! গত দু’বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২০২২ সালের জুলাই মাসের পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। সেই পাহাড়প্রমাণ টাকা কার? এবার মারাত্মক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডির দাবি, অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকা পুরোটাই পার্থর। অর্পিতার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে পার্থ নিজে ব্যবহার করতেন। পাশাপাশি একাধিক ভুয়ো সংস্থার খুলেও লেনদেন চালিয়েছেন পার্থ। কেন্দ্রীয় এজেন্সির দাবি, জিজ্ঞাসাবাদে অর্পিতাই তাদের কাছে সমস্তটা স্বীকার করেছেন।
বহু টালবাহানার পর বৃহস্পতিবার অবশেষে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়-সহ (Partha Chatterjee) অভিযুক্ত ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আদালত সূত্রে খবর, বুধবার তদন্তকারী সংস্থা ইডি (ED) আদালতে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিল।
মামলায় এক নম্বর অভিযুক্ত হিসেবে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন তার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানোর সময় গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড হিসেবে পার্থকে চিহ্নিত করেন ইডির আইনজীবী। মামলার দু’নম্বর অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার। দাবি, তিনি নিজেই স্বীকার করেছেন উদ্ধার হওয়া টাকা তার নয়, গোটাটাই পার্থর।
সূত্রের খবর, এদিন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি এবং জামিনে মুক্ত সকলেই যথাসময়ে আদালতে উপস্থিত হন। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীল সহ সকলেই হাজির হন নগর দায়রা আদালতে।
আরও পড়ুন: দিলীপ না শুভেন্দু? কে হচ্ছেন বঙ্গ বিজেপির ‘ফুলটাইম’ রাজ্য সভাপতি? মুখ খুললেন সুকান্ত
গত সোমবার থেকে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ইডি আদালতে প্রয়োজনীয় নথি জমা না করায় চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছিল। যেই ঘটনায় প্রচন্ড ক্ষোভপ্রকাশ করেছিল আদালত। ইডি আধিকারিকদের ভর্ৎসনাও করে বিচাররের নির্দেশ ছিল, ‘প্রয়োজনে সারারাত বসে কাজ করুন। তবে বুধবারের মধ্যে আদালতে সমস্ত নথি পেশ করতেই হবে।’ অভিযুক্তদের মধ্যে জামিনে মুক্ত কয়েকজন আদালতে হাজির না থাকায় চার্জগঠন সম্ভব হয়নি। তবে এদিন আর কোনো বাধা পড়েনি। চার্জগঠন হওয়ার পর শুরু হবে শুনানি।