বাংলা হান্ট ডেস্কঃ জেলবন্দি দশায় পূর্বে বারংবার অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবারে কালীপুজোর মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন পার্থ। সূত্রের খবর, তার কাঁধে ব্যথা রয়েছে। পা ফুলে গিয়েছে। পাশাপাশি চর্ম রোগেও আক্রান্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিবিধ শারীরিক অসুবিধা বাসা বেঁধেছে পার্থর শরীরে।
সূত্রের খবর, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। ওষুধ দেওয়ার পাশাপাশি তার কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পরীক্ষা করেছেন এসএসকেএম এর চিকিৎসকেরা। পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড বসানোর কথাও বলা হয়েছে।
গতকালই জেলে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসা করেছেন এসএসকে এম এর চিকিৎসকেরা। যদিও জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্থবাবুর অসুস্থতা খুব গুরুতর নয়। পার্থের স্বাস্থ্যপরীক্ষায় নতুন কোনও জটিলতার খোঁজ মিলেছে কি না, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, এই প্রথম নয়, জেলের মধ্যে এর আগেও বহুবার অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিছুদিন আগেই বুকে ব্যথা শুরু হয় পার্থ চট্টোপাধ্যায়ের। তার পর তাকে জেল হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার জামিনের আবেদনও জানিয়েছেন তিনি। তবে সুরাহা হয়নি।
গতবছর জেলে পা ফুলে গিয়ে হাঁটাচলাই প্রায় বন্ধ হওয়ার পথে বসেছিল পার্থর। আপাতত তা ঠিক হলেও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তার। এর আগে অনেকবার আদালতের আইনজীবী মারফত শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলেই রয়েছেন পার্থ।
আরও পড়ুন: ফের বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে! আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
পুজোর আগে পার্থর জামিনের জোড়ালো জল্পনা শুরু হয়। এদিকে তাতে জলে ঢেলে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার করে সিবিআই। এরই মাঝে কালীপুজোর আগেই অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন মন্ত্রী।