বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই তারাতলার ব্রিটানিয়া কোম্পানিতে তালা ঝুলেছে। ব্রিটানিয়া কোম্পানির এই কারখানা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়খন্ডে। এছাড়াও অতীতে কলকাতা (Kolkata) তথা বাংলা থেকে একাধিক সংস্থা নিজেদের কারখানা অন্য রাজ্যে স্থানান্তর করেছে। এই অবস্থায় যেন উলট পুরাণ!
ব্রিটেন থেকে RedoQ’র সদর দপ্তর সরানো হচ্ছে কলকাতায় (Kolkata)
বিশ্ব বিখ্যাত আইটি সংস্থা RedoQ নিজেদের সদর দপ্তর ব্রিটেন থেকে স্থানান্তরিত করে নিয়ে আসছে কলকাতায়। দেশ তথা আন্তর্জাতিক বাণিজ্যিক ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে বাংলার গুরুত্ব আশাব্যঞ্জক হতে চলেছে। অন্তত RedoQ সংস্থার এই পদক্ষেপ সেই দিকেই দিক নির্দেশ করছে। সল্টলেক সেক্টর ফাইভে ইনফিনিটি আইটি লেগুন বিল্ডিংয়ে একটি জায়গা নেওয়া হয়েছে এই সংস্থা অফিস খোলার জন্য।
আরোও পড়ুন : মার্কেট কাঁপাচ্ছে BSNL! চলে এল ১০০ টাকারও কমে আনলিমিটেড কলিং, আনন্দে আত্মহারা গ্রাহকরা
সেই অফিসে আড়াইশো জন মতো কর্মীর কাজ করার অবস্থা রয়েছে। এই সংস্থা বলছে, ভারতবর্ষ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক প্রসারের জন্যই সদর দপ্তর খোলা হয়েছে কলকাতায়। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে ইউরোপের খাদ্য ও পানীয় শিল্পের আইটি সল্যুশন হিসেবে যাত্রা শুরু করে RedoQ। ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া জুড়ে আটটিরও বেশি দেশে বর্তমানে রয়েছে এই সংস্থার উপস্থিতি।
আরোও পড়ুন : বন্ধ হচ্ছে না ট্রাম, তবে…! বিরাট সিদ্ধান্ত রাজ্য সরকারের! ‘ফাঁস’ হতেই তুমুল শোরগোল
ব্রিটেন থেকে কলকাতায় সদর দপ্তর সরিয়ে নিয়ে আসার ব্যাপারে বলতে গিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “ইউরোপিয়ান দেশগুলির তুলনায় ভারতে তথা বাংলায় খরচ অনেকটাই কম। এই সিদ্ধান্তের ফলে অন্তত ৩০ শতাংশ খরচ হ্রাস পাবে সংস্থার। এছাড়াও বাংলায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও অত্যন্ত দক্ষ কর্মীর যোগান রয়েছে পর্যাপ্ত।”
RedoQ-এর সিইও দীপল দত্ত বলেছেন, “আমরা ভারতে যাওয়ার বিষয়ে উত্তেজিত। সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ প্রত্যেকের কাছে সাশ্রয়ী মূল্যের ডিজিটাল সমাধান প্রদানের আমাদের লক্ষ্যের সাথে সারিবদ্ধ। ভারতের প্রগতিশীল পরিবেশ এবং সমৃদ্ধ প্রতিভার পুল এটিকে আমাদের নতুন হাবের জন্য একটি আদর্শ অবস্থানে পরিণত করেছে।”