বাংলা হান্ট ডেস্কঃ বিহারের রাস্তায় সড়ক দুর্ঘটনা কম করার জন্য সরকার বড়সড় সিদ্ধান্ত নিল। সড়ক দুর্ঘটনায় দোষী বাহনের এবার থেকে রেজিস্ট্রেশন রদ করে দেওয়া হবে। এর সাথে সাথে চালকের লাইসেন্সও ক্যানসেল করে দেওয়া হবে। রাজ্যের পরিবহন সচিব সঞ্জয় অগরবাল এই সিদ্ধান্ত নিয়েছে। এর সাথে সাথে সরকার অটো আর বাসে ওভারলোডিং নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।
আরেকদিকে, বিহারের রাস্তায় খুব শীঘ্রই ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাটনাবাসীদের অত্যাধুনিক ইলেকট্রিক বাসের পরিষেবা দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব শীঘ্রই বিহারের রাজধানী পাটনায় এই পরিষেবা শুরু হতে চলেছে।
শোনা যাচ্ছে যে, এই অত্যাধুনিক ইলেকট্রিক বাস গুলো এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। আর ফুল চার্জ হলে ২৫০ কিমি পর্যন্ত দৌড়াতে পারবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিহারের পরিবহন নিগম আটটি ইলেকট্রিক বাস কিনেছে।