বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি বড় কোম্পানির অধিগ্রহণ সম্পন্ন করলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) হেলথকেয়ার সেক্টরের সাথে যুক্ত বড় সংস্থা Karkinos Healthcare-এর অধিগ্রহণ সম্পন্ন করেছে। যার জন্য খরচ হয়েছে ৩৭৫ কোটি টাকা। এই প্রসঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে যে, তাদের সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চার (RDBVL) প্রয়োজনীয় শেয়ার বরাদ্দের সাথে Karkinos Healthcare প্রাইভেট লিমিটেডের অধিগ্রহণ সম্পন্ন করেছে।
বড় পদক্ষেপ রিলায়েন্সের (Reliance Industries):
Karkinos Healthcare: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২০ সালের ২৪ জুলাই ভারতে Karkinos Healthcare গঠিত হয়েছিল। এই কোম্পানিটি মূলত ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার জন্য প্রযুক্তি-ভিত্তিক সমাধান সরবরাহ করে। এই সংস্থার পূর্বের প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এভার্ট ইনভেস্টমেন্টস লিমিটেড (টাটা সন্সের ১০০ শতাংশ সাবসিডিয়ারি কোম্পানি), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) সহযোগী সংস্থা রিলায়েন্স ডিজিটাল হেলথ লিমিটেড, মায়ো ক্লিনিক (ইউএস), সুন্দর রমন (রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের ডিরেক্টর) এবং রবি কান্ত (টাটা মোটরসের প্রাক্তন MD)।
এই কোম্পানিটি ক্যান্সারের যে প্রাথমিক শনাক্তকরণ প্রযুক্তি-ভিত্তিক সমাধান সরবরাহ করে, তার খরচ অন্যান্য জায়গার তুলনায় যথেষ্ট কম। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সংস্থাটি যথেষ্ট মুনাফা অর্জন করেছে। কোম্পানিটি ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ৬০ টি হাসপাতালের সাথে অংশীদারিত্ব করেছে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: IPL-এ ফের চ্যাম্পিয়ন হবে KKR! শাহরুখের হাতে ট্রফি তুলে দেবেন কলকাতার এই ৩ প্লেয়ার
NCLT-র অনুমোদন প্রাপ্ত: প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে গত ১০ ডিসেম্বর রিলায়েন্স (Reliance Industries) ঘোষণা করেছিল যে NCLT দেউলিয়া এবং দেউলিয়া সংহিতা ২০১৬-র কর্পোরেট দেউলিয়া সমাধান প্রক্রিয়ার অধীনে Karkinos Healthcare-এর জন্য RSBVL দ্বারা জমা দেওয়া রেজোলিউশন প্ল্যানকে অনুমোদন করেছে।
আরও পড়ুন: নতুন বছরেই চরম পদক্ষেপের পথে BSNL! মাথায় হাত কর্মচারীদের
জানিয়ে রাখি যে, Karkinos Healthcare ২০২৩ অর্থবর্ষে ২১.৯১ কোটি টাকার টার্নওভার অর্জন করেছে। যা ২০২২-এর অর্থবর্ষে ছিল ০.৯২ কোটি টাকা এবং ২০২১-এ এটি ছিল ০.০০৪ কোটি টাকা। এদিকে, এই কোম্পানির অধিগ্রহণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ব্যবসার পোর্টফোলিও প্রসারিত করতে সাহায্য করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বেসরকারি সেক্টরের ভারতের বৃহত্তম কোম্পানি হিসেবে বিবেচিত হয়। শুক্রবার, রিলায়েন্সের শেয়ার BSE-তে ০.৩৭ শতাংশ বেড়ে ১,২২১.০৫ টাকায় বন্ধ হয়েছে।