বাংলা হান্ট ডেস্ক: নতুন দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪। এই টেক ইভেন্টে Reliance Jio তার লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করেছে। হল নম্বর ৪-এ Jio-র প্যাভিলিয়ন রয়েছে। যেখানে এই কোম্পানির অ্যাডভান্স টেকনোলজির প্রদর্শন করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Jio এই প্যাভিলিয়নে শুধু একটি নয়, বরং অনেকগুলি দুর্দান্ত প্রোডাক্ট প্রদর্শন করেছে।
ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে একের পর এক চমক Reliance Jio-র:
এই ইভেন্টে, Reliance Jio-র স্টলে Jio Frames থেকে শুরু করে Jio AI Road Sefety এবং Jio GauSmriddhi-র মতো একাধিক বিষয় প্রদর্শন করা হয়েছে। এই ইভেন্টে উপস্থাপিত Jio Frames প্রত্যেকের নজর করেছে। যেখানে ব্যবহৃত হয়েছে দুর্দান্ত প্রযুক্তি। পাশাপাশি রয়েছে, একাধিক দুর্ধর্ষ ফিচার্স। Jio Frames বা Jio Glass-এ ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ডাইরেকশন এবং ট্রান্সলেশনের মতো বিভিন্ন বিশেষ ফিচার্স উপলব্ধ রয়েছে। এই সবকিছু করা যাবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। কোম্পানিটির তরফে বর্তমানে এই প্রোডাক্টটি প্রদর্শন করা হয়েছে। এটিতে গান চালাতে পারবেন এবং দিকনির্দেশ পাবেন। এছাড়াও, ভাষাও অনুবাদ করতে পারবেন।
তবে, গ্রাহকদের জন্য কবে নাগাদ এই বিশেষ গ্লাসটি চালু করার পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য সামনে আসেনি। এদিকে, Jio Glass ওরফে Frame-এর দামও কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে, অনুমান করা হচ্ছে যে কোম্পানি খুব শীঘ্রই গ্রাহকদের জন্য এই প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এটি আসার পরে, ফ্রেম এবং লেন্স বেছে নেওয়ার একটি বিকল্প থাকবে।
আরও পড়ুন: একটা ম্যাচেই করলেন বাজিমাত! ICC র্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জুর, জানলে হয়ে যাবেন অবাক
এদিকে, Jio GauSmriddhi সম্পর্কে সংস্থাটি জানিয়েছে যে গরু এবং অন্যান্য গবাদি পশু এবং প্রাণীগুলিতে একটি বিশেষ ট্র্যাকার ইনস্টল করা হবে। এই বিশেষ ট্র্যাকারের সাহায্যে, কৃষকরা Jio GauSmriddhi অ্যাপে গরুর স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। এই বিশেষ প্রযুক্তির আবির্ভাবের ফলে গবাদি পশু পালনকারীরা অনেক সুবিধা পাবেন। এর মাধ্যমে পশুদের গর্ভধারণও সময়মতো শনাক্ত করা যায়। এই ট্র্যাকারটির দাম ৫,০০০ টাকা।
আরও পড়ুন: ট্রুডোকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে পাকিস্তান! সামনে এল চাঞ্চল্যকর প্রমাণ
Jio AI Road Safety-ও নজর কেড়েছে সবার। মূলত, Reliance Jio যানবাহণের জন্য একটি বিশেষ সিস্টেম ডিজাইন করেছে। যা আপনাকে আপনার ড্রাইভিং অভ্যাস এবং ড্রাইভিং দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। Jio এই নতুন প্রযুক্তিতে AI সাপোর্ট যুক্ত করেছে। নিরাপত্তা এবং রাস্তায় গাড়ি চালানোর বিষয়টির আরও উন্নতি করতে কোম্পানিটি AI সজ্জিত ডিভাইস চালু করেছে। যেটি সড়ক দুর্ঘটনা রোধে সহায়ক হবে।