এবার ভুলে যান রিচার্জের খরচ বৃদ্ধির কথা! মাত্র এই খরচে আনলিমিটেড কল, নেট নিয়ে হাজির Jio

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও একচ্ছত্র আধিপত্য করছে। একটা সময় ভারতের টেলিকম ক্ষেত্রে এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টাটা ডোকোমোর মতো একাধিক সংস্থা পরিষেবা প্রদান করত। তবে রিলায়েন্স জিওর আগমনের পর বদলে গেছে সেই ছবিটা।

রিলায়েন্স জিও (Reliance Jio) প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ফোরজি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিয়েছিল। তার সাথে ছিল আনলিমিটেড ফোন কলসের সুবিধা। ধীরে ধীরে দেশের অধিকাংশ টেলিকম ব্যবহারকারী রিলায়েন্স জিওর দিকেই ঝুঁকতে থাকেন। তবে সাম্প্রতিক অতীতে একাধিকবার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে জিও।

আরোও পড়ুন : লক্ষীর ভাণ্ডারের পর এবার নয়া প্রকল্প! মাসে মাসে মহিলারা পাবেন ১৫০০ টাকা, ঘোষণা রাজ্যের

এই কারণে পকেটে টান পড়তে পারে বহু গ্রাহকের। আগামী ৩ জুলাই থেকে অধিকাংশ রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিতে চলেছে রিলায়েন্স জিও। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। তবে এর মধ্যেই এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা আপনার জন্য অপেক্ষাকৃত লাভদায়ক হতে পারে। রিলায়েন্স জিওর একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে যেটির মূল্য ১৫৫৯ টাকা।

আরোও পড়ুন : দূর হল না পথের কাঁটা! ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন “অপয়া” রিচার্ড কেটেলবরোই

সম্প্রতি এই রিচার্জ প্ল্যানের দামও সংশোধন করে করা হয়েছে ১৮৯৯ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩৩৬ দিনের বৈধতা। অর্থাৎ একবার রিচার্জ করলে প্রায় এক বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি। ফলে, আমজনতা স্বাভাবিকভাবেই এই ধরনের সারাবছরের রিচার্জ প্ল্যান পছন্দ করেছে। এই প্রিপেড প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ।

Untitled design 21

 

জিও গ্রাহকরা দেশের যেকোনও আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এছাড়াও থাকছে ফ্রি রোমিং সুবিধা। জিও এই প্ল্যানে গ্রাহকদের দিচ্ছে ২৪ জিবির হাই স্পিড ডেটা। এই ডেটা ব্যবহারে কোনও সীমা রাখা হয়নি। যে সকল গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার কম হয় তাদের জন্য এই বার্ষিক প্ল্যানটি অত্যন্ত লাভদায়ক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর