দেশের এই নম্বর ওয়ান কোরিওগ্রাফার একসময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার! নেচেছেন শাহরুখের পিছনেও

বাংলা হান্ট ডেস্ক : বলিউডের অত্যন্ত নামী একজন ডান্স কোরিওগ্রাফার হলেন রেমো ডিসুজা (Remo D’Souza)। আজ তিনি জীবনে কাঙ্খিত সাফল্য পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর (Remo D’Souza)এই সাফল্যের রাস্তা মসৃণ ছিল না একেবারেই। একটা সময় কেরিয়ারের শুরুতে ব্যাপক কষ্টের জীবন কাটাতে হয়েছে এই শিল্পীকে (Remo D’Souza)। আজ তিনি দেশের এক নম্বর কোরিওগ্রাফার হলেও একসময় নাচ করেছেন বলিউড (Bollywood) সুপারস্টারদের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে।

শাহরুখ খানের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার রেমো ডিসুজা (Remo D’Souza)

এমনকি তাঁকে দেখা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) সিনেমাতেও। আজ থেকে ২৭ বছর আগে মুক্তি পেয়েছিল বলিউডের সুপার হিট সিনেমা ‘পরদেশ’। মোট ১০ কোটি বাজেটে তৈরি এই সিনেমা একসময়  সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। জানা যায় সেই সময় এই সিনেমাটি বক্স অফিসে প্রায় চারগুণ বেশি রোজগার করেছিল।

যার ফলে রীতিমতো ঝড় উঠেছিল বক্স অফিসে। শাহরুখ-মহিমা জুটির পরদেশ সিনেমার প্রতিটি গান আজও সমান জনপ্রিয়। এই সিনেমার এমনই একটি হিট গান ছিল ‘মেরি মেহবুবা’।  এই গানেই শাহরুখের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে দেখা গিয়েছিল রেমোকে। যদিও সেদিনের সেই রেমোর সাথে আজকের রেমোর চেহারার মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য।

তাই এই ভিডিও দেখে এক ঝলকে তাঁকে দেখে চেনা এক প্রকার অসম্ভব। সে সময় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে ব্যাপক স্ট্রাগল করছিলেন রেমো।  এই গানেই দেখা যাবে শাহরুখের পিছনে নীল রঙের পোশাকে লম্বা চুলে রোগা-পাতলা চেহারার একজন নাচ করছেন। তিনিই আজকের বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

আরও পড়ুন : ‘কুইন্টাল কুইন্টাল জল!’ টুয়েলভ পাস রচনাকে খোঁচা দিয়ে এ কি বললেন শ্রীলেখা?

কয়েক বছর আগে ‘মাই নাম ইজ খান’ সিনেমার প্রচারের জন্য  রেমোর নাচের শোতে এসেছিলেন শাহরুখ। সেখানেই এই পুরনো দিনের কথা প্রকাশ্যে  এনেছিলেন বলিউড বাদশা। এই মঞ্চেই রেমোর স্ট্রাগলের কথা জানিয়ে শাহরুখ বলেছিলেন, ‘জামনগর থেকে মাত্র ২৫০০ টাকা হাতে নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন রেমো। আমি এসব কিছুই জানতাম না। এমনকী, সেটে ওঁর নামটা পর্যন্ত জানতাম না।’

Pardesh

একসময় রেমোর শাহরুখের  পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচলেও ওই রিয়ালিটি শোয়ের মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ বলেছিলেন, ‘আমি চেয়েছিলাম, যে ছেলেটার সামনে দাঁড়িয়ে আমি লিড ডান্স করছি, তাঁর যেন প্রচুর নামডাক হয়। কারণ উনি একজন হিরো। আর আজ আমি ব্যাকগ্রাউন্ডে ওঁর পিছনে নাচতে চাই।’ আর শুধু মুখে বলাই নয় এদিন এমনটা কাজেও করে দেখিয়েছিলেন রেমো।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর