সরফরাজ আহমেদকে সরানো হোক, শ্রীলঙ্কার সাথে লজ্জাজনক হারের পর দাবি উঠলো পাক বিধানসভায়

বাংলা হান্ট ডেস্কঃ শ্রীলঙ্কার কমজোর টিম (বি টিম ও বলা যায়) এর কাছে টি-২০ ম্যাচের সিরিজে পাকিস্তানের লজ্জাজনক হারের পর হাঙ্গামার সৃষ্টি হয়। খেলোয়াড় থেকে কোচ মিসবাহ উল হোক, সবাই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে ওঠে। শ্রীলঙ্কা লাহোরে খেলা তৃতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানকে ১৩ রানে হারিয়ে দেয়। এর সাথে সাথেই শ্রীলঙ্কা তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জিতে যায়।

2

আর এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে বিধানসভায় একটি প্রস্তাব পেশ হয়, যেখানে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে (sarfaraz ahmed) ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে হটিয়ে দেওয়ার দাবি ওঠে। এই প্রস্তাব মুসলিম লিগের বিধায়ক ইকবাল জাহির পেশ করেন। ওই প্রস্তাবে বলা হয় যে, পাঞ্জাব বিধানসভা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ হারের পর ক্ষোভ প্রকাশ করছে।

ওই প্রস্তাবে বলা হয় যে, ট-২০ ফর্মাটের নম্বর ওয়ান দল পাকিস্তান নিজেদের থেকে কম র‍্যাঙ্কিং এ থাকা শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হারের শিকার হয়েছে। এই হারের কারণে পাকিস্তানের জনতা শোক আর ক্ষোভে আছে। ওই প্রস্তাবে দাবি করা হয়েছে যে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান শ্রীলঙ্কার কাছে এই লজ্জাজনক হারের তদন্ত করুক। আর এর সাথে সরফরাজকে অধিনায়ক পদ থেকে যেন দ্রুত হটান হয়।

4 1

পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার এটাই প্রথম দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জয়। টি-২০ তে শীর্ষ র‍্যাঙ্কিংয়ে থাকা পাকিস্তান এ বছরে এখনো পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে, আর তাঁর মধ্যে ছয়টি হেরে গেছে। গত বছরে পাকিস্তান টিম ১৯ টি টি-২০ ম্যাচের মধ্যে ১৭ টি জিতেছিল। আর ২০১৭ সালে ১০ টির মধ্যে ৮টি জিতেছিল।

Koushik Dutta

সম্পর্কিত খবর