এবার বাংলাতেও মিলবে গোয়ার মতোই ভাড়া করা স্কুটি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বিখ্যাত পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম গোয়া। দেশ তো বটেই, প্রতিবছর বিদেশ থেকে বহু মানুষ এখানে ঘুরতে আসেন। গোয়া যেন ভারতের মধ্যে এক অনন্য পর্যটন স্থল। পর্যটকদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে গোয়ায় একাধিক সুবিধা প্রদান করা হয়। তবে অনেকেরই ইচ্ছা থাকে গোয়ায় যাওয়ার, কিন্তু টাকার কারণে অনেকেই সেই ইচ্ছা পূরণ করতে পারেন না।

প্রশাসনের পক্ষ থেকে গোয়ায় পর্যটকেরা যে সুবিধা পেয়ে থাকেন, সেই রকম কিছু সুবিধা এবার পশ্চিমবঙ্গ সরকারও দিতে চলেছে পর্যটকদের। মনে করা হচ্ছে সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন পর্যটকেরা। আরো বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট হবেন বাংলার প্রতি। পশ্চিমবঙ্গে বিভিন্ন পর্যটন স্থলে ঘুরতে যাবার খরচ বেশ কম, তাই বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় জমান বাংলায়।

আরোও পড়ুন : ৪৮ মিনিটে ১ ঘন্টা, ৩০ ঘন্টায় ১ দিন! বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উদ্বোধন করে নজির সৃষ্টি প্রধানমন্ত্রীর

নতুন এই পরিষেবা শুরু হলে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসবেন। গোয়ায় পর্যটকরা বাইক বা স্কুটি ভাড়া করে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে পারেন। এবার বাংলাতেও তেমন বাইক বা স্কুটি ভাড়া দেওয়া হতে পারে পর্যটকদের। বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে এই সুবিধা প্রদান করা হবে। বেশ কয়েক বছর ধরে এই সুবিধা গোয়ায় দেওয়া হয়ে থাকে পর্যটকদের।

আরোও পড়ুন : তাক লাগালেন মুকেশ-নীতা! অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে রোম্যান্টিক নাচ আম্বানি দম্পতির, ভাইরাল ভিডিও

গোয়া ছাড়াও পার্শ্ববর্তী বেশ কিছু জায়গায় এই সুবিধা চালু আছে। প্রসঙ্গত, কমার্শিয়াল মোটরবাইক ও স্কুটির পারমিট শুক্রবার উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এদিন পরিবহণ মন্ত্রী ১২৯ জনের হাতে কমার্শিয়াল পারমিট তুলে দিয়েছেন। এর সাথে দেওয়া হয়েছে হলুদ রঙের নম্বর প্লেট। এর আগে সাধারণ পারমিট ও সাধারণ নম্বর প্লেটের বাইক বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল।

bike rent for tourist.jpg

তাই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকেই পর্যটকদের বাইক ও স্কুটি ভাড়া দেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারও গোয়ার মত এই সুবিধা চালু করবে এ রাজ্যে। রাজ্যের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থল, যেমন উত্তরবঙ্গ, দীঘা, সুন্দরবনে এই পরিষেবা ধীরে ধীরে চালু করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর