বড় খবর! সুদের হার কমাবে না RBI, অবশেষে সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: বিগত কিছুদিন ধরেই রেপো রেট বাড়বে নাকি কমবে এই নিয়ে বেশ জল্পনা শুরু হয়। আর তারই মাঝে রেপো রেট নিয়ে এলো বিরাট আপডেট। এই বিষয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি.এস. শেট্টি সমস্তটা জানিয়েছেন। তাঁর মতে, খাদ্য মুদ্রাস্ফীতির কারণেই RBI (Reserve Bank Of India) সম্ভবত রেপো রেট কমাবে না। তবে উল্টোদিকে জানা যাচ্ছে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হারে পরির্বতন আনতে পারে।

কি সিদ্ধান্ত নেবে RBI (Reserve Bank Of India):

কি সিদ্ধান্ত নিয়েছে RBI: তথ্য অনুযায়ী, খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান দামের কারণে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) এবছরও মূল্য নীতির হার কমাবে না। এমতাবস্থায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে বলে শোনা যাচ্ছে। আর সমীক্ষা বলছে, সত্যি যদি এমন হয় তাহলে বিগত চার বছরের মধ্যে এই প্রথম সুদ কমতে চলছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ফেড যদি এই কাজ করে তাহলে অন্যান্য দেশও একইভাবে সুদের হার কমাতে পারে।

এই বিষয় SBI-এর চেয়ারম্যান জানিয়েছেন, অনেক কেন্দ্রীয় ব্যাঙ্কই সুদের হার নিয়ে স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। তবে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো সবার ওপর প্রভাব ফেলবে। কিন্তু RBI (Reserve Bank Of India) সুদের হার কমানোর আগে খাদ্য মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখেই তারপর সিদ্ধান্ত নেবে।

Repo rate will not decrease Reserve Bank Of India.

আগামী দিনেও সুদের হার কমার সম্ভাবনা অত্যন্ত কম: এই বিষয়ে জানা যাচ্ছে, চলতি বছর রেপো রেট কমার সম্ভাবনাও অত্যন্ত কম। খাদ্য দ্রব্যের দাম না কমলে রেপো রেট কমানো দুষ্কর হয়ে পড়বে বলে জানান SBI-এর চেয়ারম্যান। এমনকি তিনি আরও বলেন, এই রেপো রেট কমার জন্য চতুর্থ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ ২০২৫) পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: জমে গেছে খেলা! এবার প্রাক্তন আমলার বাড়িতে তল্লাশি ED-র, মিলল হিরে-সোনার ভাণ্ডার

৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত চলবে RBI-র MPC মিটিং: জানিয়ে রাখি যে, RBI (Reserve Bank Of India)-র গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে আগামী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত MPC বৈঠক চলবে। এই বৈঠকের পরই রেপো রেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: শূন্য রানে আউট হয়ে “লজ্জার রেকর্ড” গড়লেন শুভমান গিল, ছুঁয়ে ফেললেন কোহলিকেও

আগের মাসে কত বেড়েছিল রেপো রেট: উল্লেখ্য যে, গত মাসে খুচরো মুদ্রাস্ফীতি ০.১১ শতাংশ বেড়ে ৩.৬৫ শতাংশ হয়। গত জুলাইতে এটি মাত্রা ৩.৫৪ শতাংশ। যদিও, অগাস্টে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান RBI-এর গড় লক্ষ্যমাত্রার ৪ শতাংশের নিচেই থাকে। উল্টে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এই হার ছিল ৫.৬৬ শতাংশ। আর এই পুরো বিষয়টির ওপর নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর