বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) বিরুদ্ধে সমালোচনা করলেই, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, বলে অভিযোগ তুললেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ (Sujata Khan)। করোনার (COVID-19) আতঙ্কের মধ্যেই তৃণমূল-বিজেপি ফের দ্বন্দ প্রকাশ্যে চলে এল। এবার অভিযোগ করলেন বিষ্ণুপুরে সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ।
বরাবরই স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকেন সুজাতা খাঁ। বিভিন্ন সময় তাঁর বিভিন্ন কার্জকলাপ ফেসবুকে পোস্ট করেন তিনি। তবে এবার তিনি দাবী করছেন, তৃণমূল সরকাররে বিরুদ্ধে কোন মন্তব্য করলেই, আইটি সেলের পক্ষ থেকে গণ রির্পোট করে তারা বিজেপি সমর্থকদের ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার চক্তান্ত করছে।
বিশেষ বিমানে সুজাতা খাঁ কলকাতায় ফিরেছেন? সম্প্রতি সুজাতা খাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। আর সেই ছবিকে কেন্দ্র করেই ব্যাপক ভাবে ট্রোলের শিকার হন তিনি, এমনটা অভিযোগ করেছে। তিনি জানান, ‘গত ২৩ মার্চ আমি রাত ১০টা ৪৫ মিনিটের বিমানে কলকাতা থেকে দিল্লি গিয়ে আটকা পরে একটি ছবি পোস্ট করি। সেই ছবিটাই গত ২২ শে এপিল ইমোশোনাল হয়ে রিপোস্ট করি। আর তারপরই ঘটনার সত্যতা বিচার না করে ফেসবুকে আমাকে ভয়ানকভাবে ট্রোল করা হয়। এর পাশাপাশি বলা হয়, আমি বিশেষ বিমানে কলকাতায় ফিরে, আমার গাড়ি করে ফের দিল্লী গিয়েছি। গাড়ির নম্বর পেল্টে যেহেতু পশ্চিমবঙ্গের নম্বর রয়েছে, তাই তারা প্রামাণ করতে চাইল আমরা দিল্লীতে গাড়ি করে ঘুরছি। তবে কিন্তু এই গাড়িটি গতবছরই আমি দিল্লী নিয়ে গেছিলাম। তা সত্ত্বেও আমাকে বদনাম কোড়াতে হল’।
লকডাউন উপেক্ষা করে রামনবমী পালন! সুজাতা খাঁ আরও জানান, ‘আমি মুখে মস্ক পড়া ছিলাম বলে, তারা এমনটা অভিযোগ করছে। তবে কিন্তু ২৩ শে মার্চ থেকেই মাক্স ব্যবহারের নির্দেশ দিয়েছিল সরকার। আর আমি যদি স্পেশাল সুবিধা পেয়ে থাকি, তাহলে আমার সঙ্গে বিমানে বাকি যাত্রি কারা ছিলেন, যারা এই সুবিধা পেয়েছিলেন। আবার ২ রা এপ্রিল রাম নবমীর দিন আমি গতবছরের একটা ছবি পোস্ট করে লিঙ্কও শেয়ার করি। কিন্তু আমাকে বলা হয় আমি নাকি লকডাউন উপেক্ষা করে রামনবমী পালন করছি’।
ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে ব্লক করে দিচ্ছে সুজাতা খাঁ বলেন, ‘লকডাউনের মধ্যে তৃণমূলের ভাড়াটে মাস্টারমশাই প্রশান্ত কিশোরকে কার্গো বিমানে করে কলকাতায় আনা হল। তখন মুখ্যমন্ত্রী নির্বাক দর্শক ছিলেন। কিন্তু অন্যদিকে আমার পুরনো ছবি দিয়ে ভাইরাল করে জনগণের থেকে সত্যতা লুকানো হচ্ছে’।
এখন কংগ্রেস-সিপিএম-তৃণমূল এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে বলেও অভিযোগ করেন তিনি। সুজাতা খাঁ বলেন। ‘কংগ্রেসের হেভিওয়েট নেতা আহমদ প্যাটেল আমার পুরনো ছবি উল্লেখ করে বলেন এমি নাকি এখন লকডাউনের মধ্যে দিল্লীতে সিএএ-এর প্রচার করছি। এই কথাটা একদম ডাহা মিথ্যা। আমার ১৫ মার্চের ছবি কলকাতার বাগবাজারে ছবি ওরা দিল্লীর ছবি বলে চালাচ্ছে। তাঁর পাশপাশি স্যোশাল মিডিয়ায় তৃণমূলের গোপন সত্যতা তুলে ধরলে, তারা বিজেপি সমর্থকদের ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে আবার বন্ধও করে দিচ্ছেন’।