ফের যুক্ত হচ্ছে এই ব্যাংকের সঙ্গে এক আর্থিক প্রতিষ্ঠান! বিরাট সুবিধা পাবেন গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : সংযুক্তিকরণ ঘটতে চলেছে দুই আর্থিক প্রতিষ্ঠানের। এক বছরের মাথায় আবার একত্রীকরণের ইঙ্গিত মিলল ২ আর্থিক প্রতিষ্ঠানের। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের পক্ষ থেকে এ প্রসঙ্গে চেন্নাইতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC First Bank) স্টক হোল্ডারদের ভোটের মধ্য দিয়ে একত্রিত হবে বলে মনে করা হচ্ছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক শেয়ার মার্কেটকে জানিয়েছে যে, শুধু ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সবুজ সংকেতের অপেক্ষা।

১৯৯৫ সালে ঋণ প্রদানদানকারী আর্থিক সংস্থা হিসেবে আইডিএফসি আত্মপ্রকাশ করার পর ২০১৪ সালে RBI (Reserve Bank of India) ব্যাঙ্কিং লাইসেন্স দেয়। আইডিএফসি ২০১৫ সালে ব্যাঙ্কিং জগতে আসে। বিগত বছরগুলোতে ভালই খ্যাতি অর্জন করেছে এই ব্যাংক। RBI এর পক্ষ থেকে গত বছর এই দুই আর্থিক প্রতিষ্ঠান যাতে একত্রিত হয়ে যায় তার অনুমোদন দিয়েছিল। এবার শেয়ার হোল্ডারদের অনুমোদন মিলেছে। তাই একীভূত হতে চলেছে দুই আর্থিক প্রতিষ্ঠান।

আরোও পড়ুন : ‘স্টার কিড’ এই নায়িকার পকেটে টান পড়ত স্কুল ফি দিতে গেলেই! আজ থাকেন ৮০০ কোটির বাড়িতে, চেনেন?

২০২৪ সালের ১৭ই মে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল একটি বৈঠক ডাকে। স্টক হোল্ডারদের মধ্যে ভোটাভুটি হলে ৯৯.৯৫ শতাংশ ভোট দেন দুই আর্থিক সংস্থার মিলিত হওয়ার স্বপক্ষে। নন-কনভার্টেবল ডিভেঞ্চার হোল্ডারও এর পক্ষেই মত দেন। IDFC ফার্স্ট ব্যাঙ্কিং গ্রাহকরা অবশ্য একটু চিন্তায় পড়ে গেছেন। তবে চিন্তার কোন কারণ নেই। দুই প্রতিষ্ঠান একত্রিত হলেও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ঋণ বা অর্থ সঞ্চয়ের স্কিমগুলিতে সুদের হার বা নিয়মে কোন পরিবর্তন নিয়ে আসা হবে না।

104502589

শেয়ার মার্কেটে আইডিএফসি লিমিটেড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের একত্রিত হওয়ার প্রভাব যে পড়বে তা বলা যায়। দুটি সংস্থা একত্রিত হলে আইডিএফসি স্টকের গ্রাফ উঠতে পারে আগামী মঙ্গলবার থেকে। অপরদিকে দুটি সংস্থা একত্রিত হওয়ার কারণে আইডিএফসি লিমিটেডের সকল শেয়ার হোল্ডার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের থেকে ১০০-এর ১৫৫টি স্টক পাবেন বলে জানা গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর