বাংলাহান্ট ডেস্ক : আমানতকারীদের বিনিয়োগ করা টাকা পয়সা যাতে সুরক্ষিত থাকে তার জন্য সব সময় সতর্ক রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। বিভিন্ন ব্যাংকগুলির জন্য এবং গ্রাহকদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন ধরনের নির্দেশিকা জারি করা হয়।
আরবিআইয়ের (Reserve Bank of India) নয়া নির্দেশিকা ব্যাঙ্কগুলিকে
তবে এবার আরবিআইএর (Reserve Bank of India) পক্ষ থেকে এমন এক নোটিশ জারি করা হলো যা দেখে ব্যাংকগুলির (Bank) মাথায় হাত পড়লেও, লাভবান হতে চলেছেন গ্রাহকরা। দেশে বহু নাগরিক ব্যাংক কিংবা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন বিভিন্ন ধরনের সুদের হারে। ঋণ প্রদানকারী সংস্থাগুলি এমন সব নিয়ম জারি করে যাতে গ্রাহকদের লোকসান হয়ে যায়।
আরোও পড়ুন : আকাশ কালো করে নামবে আধার! দু’ঘণ্টায় ঝমঝমিয়ে বৃষ্টি এই সব জেলায়: আবহাওয়ার খবর
এবার ঋণ বিষয়ে নতুন নির্দেশ জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। এবার থেকে গ্রাহকরা ঋণের টাকা হাতে কিংবা একাউন্টে যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোন সুদ কার্যকর হবে না। রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের উপর ভিত্তি করে এবার ব্যাংক সহ এনবিএফসি (Non Banking Financial Company) সংস্থাগুলির লাভ কমতে পারে বলে মনে করা হচ্ছে। উল্টোদিকে কিছুটা হলেও লোকসান কমবে গ্রাহকদের।
আরোও পড়ুন : উস্কে দিলেন বিতর্ক! ভোটে জিতেই ফের পৃথক রাঢ় বঙ্গের দাবি BJP সাংসদ সৌমিত্র খাঁ-র গলায়
উল্লেখ্য, ইতিপূর্বে ঋণের জন্য আবেদন করার পর ঋণ (Loan) মঞ্জুর হলে ঋণের টাকার জন্য ড্রাফ্ট অথবা চেক ইস্যু করার সময় থেকে সুদ গুনতে শুরু করতো এনবিএফসি কিংবা ব্যাংকগুলি। তাই গ্রাহকরা যেদিন থেকেই টাকা নিন না কেন, চেক ইস্যুর দিন থেকে সুদ দিতে হতো। তবে আর এই নিয়ম চলবে না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, পূর্বে নিয়ম জারি থাকার কারণে অন্যায় ভাবে কোটি কোটি টাকা সুদ উদ্ধার করেছে ব্যাংক এবং এনবিএফসি গুলি। সেই সুদের পরিমাণ এতটাই বেশি যে, তা চোখে পড়ার মতোই। তাই গত ২৯ শে এপ্রিল নতুন নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের এই নির্দেশের পর গ্রাহকদের লোকসান কমার পাশাপাশি, আর অন্যায় ভাবে সুদ নিতে পারবে না সুদ প্রদানকারী প্রতিষ্ঠান কিংবা ব্যাংকগুলি।