কনফার্ম খবর! ব্যাঙ্ক অফ বরোদার জন্য এবার নয়া সিদ্ধান্ত RBI’র; আনন্দে লাফাচ্ছেন গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) ‘BoB World’-এর উপর। তবে দেশের সর্বোচ্চ ব্যাংক সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এর ফলে অনেক গ্রাহক উপকৃত হবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত বছর অক্টোবর মাসে ব্যাঙ্ক অফ বরোদাকে  ‘BoB World’-এর মাধ্যমে নতুন গ্রাহক যোগ করতে নিষেধ করা হয়।

একটি নতুন সার্কুলারে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, নতুন গ্রাহক যুক্ত করা যাবে  ‘BoB World’- অ্যাপের মাধ্যমে। রিজার্ভ ব্যাংকে জানতে পেরেছে ২০২২ সাল নাগাদ ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ কর্মীদের উপর  ‘BoB World’-এর মাধ্যমে নতুন গ্রাহক যোগ করার উপর চাপ সৃষ্টি করে। উপরমহলের চাপের ফলে ব্যাংকের কর্মচারীরা কখনো কখনো এই অ্যাপ ডাউনলোড করে গ্রাহকদের অ্যাকাউন্ট লিংক করতেন তাদের নম্বর ব্যবহার করে।

আরোও পড়ুন : জুন মালিয়ার মিথ্যে ধরে ফেলল বিজেপি! রিপোর্টে বড় তথ্য ফাঁস, মহা বিপাকে তৃণমূল প্রার্থী

তাদের মোবাইলে আসা ওটিপি দিয়ে রেজিস্ট্রার সম্পন্ন করলে বেড়ে যেত অ্যাপ ডাউনলোডের সংখ্যা। অনেক ক্ষেত্রে ব্যাংক এজেন্টদের মোবাইল নম্বর ব্যবহার করা হত, এনারা বিজনেস করেসপন্ডেন্ট নামে পরিচিত। একবার এই প্রক্রিয়া শেষ হলে অ্যাকাউন্টগুলিকে ডিরেজিস্টার করা হত শীঘ্রই এবং অন্য গ্রাহকদের অ্যাকাউন্ট লিংক করার জন্য ব্যবহার করা হত সেই নম্বরগুলি। 

আরোও পড়ুন: কালবৈশাখীর করাল গ্রাসে ভয়াবহ ট্রলার-ডুবি, বঙ্গোপসাগরে নিখোঁজ ৭০

এই গোটা ব্যাপারটি প্রকাশ্যে আসে তখন যখন ব্যাংকের এক অবসরপ্রাপ্ত কর্মচারী বিষয়টি নিয়ে উচ্চ মহলে ইমেইল করেন। অ্যাপের ডাউনলোড বাড়ানোর জন্য কীভাবে কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে সেই বিষয়ে তিনি অবহিত করেন। পাশাপাশি তিনি এও বলেন যে এটি প্রতারণার আকার ধারণ করছে।

52831 bank of baroda pti

অভিযোগ পাওয়ার পরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যবস্থা গ্রহণ করে ব্যাংক অফ বরোদার বিরুদ্ধে। ২০২৩ সালে অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায় যে ‘BoB World’- অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহক যোগ করতে পারবে না ব্যাঙ্ক অফ বরোদা। তবে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল ৮ই মে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর