আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়? CBI স্ক্যানারে এই ২ ডাক্তার! পরিচয় ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলার তদন্তও করছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় আরজি করের (RG Kar Case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অক্টোবর মাসেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে। এবার শোনা যাচ্ছে, সিবিআই স্ক্যানারে রয়েছেন আরও দু’জন ডাক্তার।

  • আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Case) সিবিআই স্ক্যানারে কারা?

টেন্ডার দুর্নীতি থেকে হাউস স্টাফ নিয়োগে দুর্নীতি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের (Sandip Ghosh) বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সেসবকিছু খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এবার শোনা যাচ্ছে, এই মামলায় তাদের আতস কাঁচের তলায় রয়েছেন আরও দু’জন চিকিৎসক। তাঁরা হলেন দেবাশিস সোম এবং সুজাতা ঘোষ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ওই দু’জন ডাক্তারের সক্রিয় যোগ রয়েছে।

ওই দুই ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। ইতিমধ্যেই সেই চিঠির জবাব দেওয়া হয়েছে। দেবাশিস এবং সুজাতার বিরুদ্ধে কী ধরণের দুর্নীতির অভিযোগ রয়েছে তা তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। সুপ্রিম কোর্টে রাজ্যের জমা দেওয়া হলফনামাতেও এই বিষয়ের উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পুজো মিটতেই বড় খবর! বিজয়ার পরেই নয়া ভূমিকায় কেষ্ট … ফাঁস হতেই তোলপাড়!

স্বাস্থ্য ভবনকে (Swasthya Bhaban) দেওয়া চিঠিতে দেবাশিস এবং সুজাতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। সেই সঙ্গেই তারা নিজেও তদন্ত প্রক্রিয়া মেনে ব্যবস্থা নিতে পারে, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই এই বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

RG Kar case

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে দেবাশিসের উপস্থিতি নিয়েই আগেই নানান প্রশ্ন উঠেছিল। ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) পর এবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলাতেও জড়াল তাঁর নাম। একইসঙ্গে আতস কাঁচের তলায় রয়েছে সুজাতার নামও।

৩০ সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজি কর কাণ্ডের (RG Kar Case) শুনানি চলাকালীন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছিলেন। সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজন প্রভাবশালী ডাক্তারের কথাও মনে করিয়েছিলেন। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা জানান, সিবিআইয়ের তরফ থেকে তালিকা দেওয়া হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এবার কেন্দ্রীয় এজেন্সি সরাসরি স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করে নিল।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর