Ekchokho.com 🇮🇳

নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ শুভেন্দুর কাছে, ১৪ অগাস্ট ফের ‘রাত দখল’এর ডাক অভয়ার মায়ের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আগামী ৯ ই অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘অভয়া’র (RG Kar Case) বাবা মাকেও তাতে অংশ নেওয়ার জন্য তিনি আবেদন জানাবেন, এমনটাই জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল, রাজ্যের বিরোধী দলনেতার আবেদনে সাড়া দিয়েছেন অভয়ার বাবা মা। নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন আরজিকরের নির্যাতিতা চিকিৎসকের বাবা মা।

শুভেন্দুর নবান্ন অভিযানে থাকার ইচ্ছা প্রকাশ অভয়ার (RG Kar Case) পরিবারের

গত বছর ৯ ই অগাস্ট আরজিকর হাসপাতালে (RG Kar Case) কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। আঁচ পড়েছিল বাইরেও। ৯ ই অগাস্ট ওই পাশবিক ঘটনার বর্ষপূর্তির দিনেই ‘নবান্ন চলো’ অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে জানিয়েছিলেন, অভয়ার (RG Kar Case) বাবা মাকেও এই অভিযানে অংশ নেওয়ার জন্য অনুরোধ করবেন তিনি। গত ৩ রা জুলাই সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে সভা মঞ্চ থেকে আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে জানিয়েছিলেন, ৫ ই জুলাই, উলটো রথের দিন তিনি পানিহাটিতে যাবেন। সেদিনই অনুমতি নিয়ে যাবেন অভয়ার বাড়িতে।

 

RG kar case doctor parents want to join nabanna abhijan

নিরস্ত্র অভিযানের ইচ্ছা প্রকাশ: এদিন অভয়ার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, ৯ ই অগাস্ট নবান্ন অভিযানে ‘অরাজনৈতিক’ ভাবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন অভয়ার (RG Kar Case) বাবা মা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ গত বছর যে ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাদেরও অভিযানে যোগ দেওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু। নবান্ন অভিযান যাতে শান্তিপূর্ণ, সম্পূর্ণ নিরস্ত্র হয়, এমনটাই চাইছে অভয়ার পরিবার।

আরো পড়ুন : মোদী সাক্ষাতে ইচ্ছুক, দাবিদাওয়া নিয়ে শমীকের দরবারে ‘যোগ্য’ চাকরিহারারা

রাত দখলের ডাক অভয়ার মায়ের: পাশাপাশি অভয়ার (RG Kar Case) মা ১৪ ই অগাস্ট ‘রাত দখল’ এর ডাক দিয়েছেন। তিনি জানান, ৯ তারিখ তাঁরা কোথায় থাকবেন তা এখনই বলতে পারছেন না। তবে ১৪ তারিখ তাঁরা নিশ্চিত ভাবে রাজপথে নামবেন। একই সঙ্গে ন্যায়বিচার ছিনিয়ে আনার এই আন্দোলনে সমগ্র সমাজকে যোগ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন অভয়ার (RG Kar Case) মা। তাঁর কথায়, রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলন, যাতে সমাজের সর্বস্তরের, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি।

আরো পড়ুন : পাঁশকুড়ার পর শান্তিপুর, ফুল চুরির অপবাদে কান ধরে ওঠবোস, আত্মঘাতী প্রৌঢ়া! কাঠগড়ায় ফের সিভিক

বাংলা হান্টের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভয়ার মা। তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলকে যেমন পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তেমনই আমি বলব, তৃণমূলের থেকেও যদি কেউ রাজনৈতিক পতাকা ছেড়ে এই আন্দোলনে যোগ দিতে চায় তারাও এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করতে পারে। আগেও যাঁরা অভয়ার জন্য পথে নেমেছিলেন, তাঁদের আবারও তাঁরা অনুরোধ জানিয়েছেন, বিচারের জন্য সরব হতে।