বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন আর জি করের (RG Kar) নির্যাতিতা চিকিৎসকের পরিবার। এদিন সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট জানাল, সুপ্রিম কোর্টের শুনানির পরই হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এদিন এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। এদিকে নির্যাতিতার পরিবারের করা মামলায় কেন এজলাসে রাজ্য সরকারের আইনজীবী? সেই নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।
সম্প্রতি আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডে রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। দোষী সঞ্জয় রায়কে আজীবন কারাদন্ডের সাজা দিয়েছে আদালত। নিম্ন আদালতের দেওয়া এই রায়ের আগেই হাই কোর্টে একটি আবেদন করেছিলেন নির্যাতিতার মা-বাবা। মূলত সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত চিকিৎসকের পরিবার।
সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে যে মামলা নির্যাতিতার পরিবার করে তার শুনানিতে রাজ্যের আইনজীবী উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। কেন তিনি এজলাসে সেই প্রশ্ন তোলেন। জবাবে রাজ্যের আইনজীবী বলেন, আদালতকে সহযোগিতা করতেই এজলাসে আছেন তিনি।
প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের আবেদনের শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল, যেহেতু সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে তাই তিনি এখনই ওই মামলা শোনা হবে না। পরে সুপ্রিম কোর্ট যদি হাই কোর্টকে মামলা শোনার নির্দেশ দেয়, তাহলেই তিলোত্তমার পরিবারের আবেদন শুনবে উচ্চ আদালত।
বুধবার হাই কোর্টে এই মামলার আবেদনের শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন তারা। যেহেতু আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে সেই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে তাই দু’সপ্তাহের জন্য হাই কোর্টে মামলাটি মুলতবি রাখার আবেদন জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী।
আরও পড়ুন: হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপরা! হঠাৎ কী হল? ঘুরে যাবে আরজি কর মামলার মোড়?
এদিন বিচারপতি ঘোষের নির্দেশ, সুপ্রিম কোর্টে মামলার শুনানি হওয়ার পরে ফের তাদের হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে।