বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হয়েছে। এদিন ফের একবার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা করে সিবিআই। সেটা খতিয়ে পড়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ। আজ আরজি কর ধর্ষণ খুন মামলার (RG Kar Case) প্রথম চার্জশিটের কপিও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি কর মামলার (RG Kar Case) সুপ্রিম শুনানি
সম্প্রতি শিয়ালদহ আদালতে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় প্রথম চার্জশিট দেয় সিবিআই (CBI)। আজ শীর্ষ আদালতে সেই চার্জশিটের কপি জমা করে তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে ধর্ষণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথা উল্লেখ রয়েছে।
একইসঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামও রয়েছে বলে খবর। এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) সেই চার্জশিটের কপি জমা দিয়ে সিবিআই জানায়, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ আরও বিপাকে সন্দীপ? আর্থিক দুর্নীতি মামলা নিয়ে যা বললেন প্রধান বিচারপতি … শোরগোল
এদিন আবার রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শৌচালয়, বিশ্রামঘর, সিসিটিভি বসানোর কাজ কতদূর এগিয়েছে সেটা জানায় রাজ্য। জানানো হয়, এগুলির জন্য হাজার কোটির বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই অনেকটা কাজ হয়ে গিয়েছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে বলে জানায় রাজ্য। তবে আরজি করের (RG Kar Case) কাজ আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানানো হয়।
রাজ্য জানায়, বর্তমানে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই আরজি কর মামলার (RG Kar Case) তদন্ত করছে। তাই সেখানে কাজ করতে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমতি দরকার। সেই অনুমতি আসার পর সেখানে কাজ শুরু হয়। তাই ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ শেষ আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানায় সিবিআই।