বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আবহে আমরণ অনশনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদলের। এরপর সেখান থেকে ফিরে প্রায় ঘণ্টাখানেক জিবি মিটিং করেন তাঁরা। এরপরেই অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।
আরও বড় কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)!
আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি আদায়ে আমরণ অনশনে বসেছিলেন ৬ জন জুনিয়র ডাক্তার। পরবর্তীতে যোগ দেন আরজি করের অনিকেত মাহাতো। এরপর এই জল অনেকদূর গড়িয়েছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই প্রশ্ন উঠেছিল, এবার কি অনশন (Hunger Strike) প্রত্যাহারের পথে হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা? অবশেষে দেখা যায়, সেই সিদ্ধান্তই নেওয়া হয়ছে।
নবান্নে মমতার (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ দেবাশিস বলেন, ‘এই বৈঠকে প্রশাসনের শরীরী ভাষা পজিটিভ লাগেনি। কারণ আমাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাচ পরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অধ্যক্ষদের ওখানে চুপ করিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সবটাই জানেন। আমরা প্রশাসনের শরীরী ভাষা নিয়ে সন্তুষ্ট নই’।
আরও পড়ুনঃ DA অতীত! এবার এই ভাতা নিয়ে ফুঁসে উঠলেন শিক্ষকরা, করা হল বড় পদক্ষেপ
দেবাশিস (Debasish Halder) এও জানিয়েছেন, তাঁরা আমরণ অনশন প্রত্যাহার করেছেন শুধুমাত্র আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা-বাবার অনুরোধে। পাশাপাশি একটি নয়া কর্মসূচির কথাও ঘোষণা করেছেন তিনি। আন্দোলনকারী এই চিকিৎসক বলেন, আগামী শনিবার আরজি করে মহা গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অনশন প্রত্যাহার সম্বন্ধে দেবাশিস বলেন, ‘তিলোত্তমার মা-বাবা এবং সমাজের বিশিষ্টজনের কথার সম্মান রেখে আমরা আমরণ অনশন প্রত্যাহার করছি। এই সম্পূর্ণ বিষয়ে কাকু-কাকিমা রাজি করিয়েছেন। পাশাপাশি স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার করলাম’। উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। সেটাও এদিন প্রত্যাহার করে নেওয়া হয়।