‘আরজি করে অন্য কেউ…’! সাজা ঘোষণার আগে বিস্ফোরক সঞ্জয়ের বোন! তোলপাড় বাংলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সব নজর আজ শিয়ালদহ আদালতের (Sealdah Court) দিকে। আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে (RG Kar Case) আজ সাজা ঘোষণা করা হবে। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে কী শাস্তি দেওয়া হবে সেটা জানাবে আদালত। তার আগে মুখ খুললেন সঞ্জয়ের (Sanjay Roy) বোন। জানালেন, বড় হওয়ার পর থেকে মদ্যপান শুরু করেছিলেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার।

সাজা ঘোষণার আগে কী বললেন সঞ্জয়ের বোন (RG Kar Case)?

শনিবার শিয়ালদহ আদালতে দাঁড়িয়ে সঞ্জয় দাবি করেন, তিনি এই ঘটনা ঘটাননি। আইপিএস অফিসাররা তাঁকে সেই সময় যা বলতে বলেছিলেন, তিনি সেটাই বলেছিলেন বলে দাবি করেন তিনি। এমতাবস্থায় সঞ্জয়ের বোন স্পষ্ট জানিয়েছেন, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন না তাঁরা। একইসঙ্গে বলেন, আরজি করের এই ঘটনায় যদি সঞ্জয় ছাড়া অন্য কেউ যুক্ত থাকে, তাহলে তদন্ত করে সেটাও বের করা উচিত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আরজি কর মামলায় (RG Kar Case) সাজা ঘোষণার আগে সঞ্জয়ের বোন বলেন, ‘বড় হওয়ার পর মদ খেতে শুরু করেছিল সঞ্জয়। তবে তা ছাড়া ওর বিরুদ্ধে মেয়েঘটিত কোনও অভিযোগ আজ অবধি শুনিনি। আমরা অবশ্য ওর সঙ্গে থাকতাম না। সেই কারণে নিয়মিত যোগাযোগও ছিল না। গত কয়েক বছর ধরে ও অন্য জায়গায় থাকতো। সেই কারণে ও কেমন লোকেদের সঙ্গে মিশত, সেটা আমার জানা ছিল না’।

আরও পড়ুনঃ ‘হিন্দু দেবদেবীরাও কি জঙ্গি’? বাড়িতে অস্ত্র রাখার নিদান দেওয়ায় বিতর্ক! ফের বিস্ফোরক সুকান্ত

সঞ্জয়ের বোন আরও বলেন, ‘ও কোনও অপরাধের সঙ্গে জড়িত ছিল কিনা সেটাও বলতে পারব না। এদিকে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল সঞ্জয় নাকি একা ছিল না। আমি আশা করছি, খুব ভালোভাবে তদন্ত হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে যে সঞ্জয় একাই এই কাণ্ড ঘটিয়েছিল। অন্য কেউ যদি এই অপরাধের সঙ্গে সরাসরি কিংবা প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত’।

RG Kar case Jagannath Chattopadhyay big claim about Sanjay Roy

উল্লেখ্য, গত শনিবার আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে (RG Kar Case) সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে, তার ভিত্তিতে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ ও ১০৩ (১) ধারায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে বলে জানান বিচারক দাস।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X