বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর প্রতিবাদে সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) একটি বড় অংশ। সামনের সারিতে দাঁড়িয়ে সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অনিকেত মাহাতো (Aniket Mahata)। দিনের পর দিন ধর্না, আমরণ অনশনে বসেছিলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। পড়াশোনা, কাজকর্ম স্থগিত রেখে চলেছিল আন্দোলন।
কেমন রেজাল্ট করলেন প্রতিবাদী জুনিয়র ডাক্তার অনিকেত (Aniket Mahata)?
গত বছরের আগস্ট মাস থেকে একটানা অনেকটা সময় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাক্ষী ছিল বাংলা। এরপর একটা সময় আচমকাই দেখা যায়, আন্দোলনকারীদের একাধিক চেনা মুখ যেন লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন। পরবর্তীতে সমাজমাধ্যমে জানান, পরীক্ষা আসন্ন। সেই কারণে এবার তাঁরা পড়াশোনায় মনোনিবেশ করেছেন। এবার প্রকাশ্যে এল সেই পরীক্ষার রেজাল্ট।
শুক্রবার পরীক্ষার ফলাফল নিজের সমাজমাধ্যমে তুলে ধরেন আরজি কর (RG Kar Hospital) আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত। ক্যাপশনে লেখা, ‘পাশ এর খবর সময়সময় আনন্দের। কিন্তু যে আন্দোলনের পরম্পরায় এই রেজাল্ট, সেটাই আনন্দের মূল কারণ। আমার শিক্ষক, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। লড়াইটা জারি থাকবে। এক মুহূর্তের জন্য যেন ভুলে না যাই, অভয়া এখনও বিচার পায়নি’।
আরও পড়ুনঃ হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য! এবার ‘ডেডলাইন’ বেঁধে দিলেন বিচারপতি ঘোষ! কোন মামলায়?
সমাজমাধ্যমের দ্বারা পরীক্ষায় পাশের খবর জানানোর পাশাপাশি প্রতিবাদী জুনিয়র চিকিৎসক অনিকেত এটাও স্পষ্ট করে দিয়েছেন লড়াই থেমে যায়নি। অভয়ার ন্যায়বিচারের লড়াই এখনও চলবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে অনিকেতের (Aniket Mahata) পাশাপাশি আরজি কর আন্দোলনের আরেক ‘মুখ’ তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াও পরীক্ষায় পাশ করার খবর দিয়েছেন। ক্যাপশনে লেখা শুধু দু’টি লাইন, ‘মাথা উঁচু করে থাকতে হলে, ঘাড় ঘোরাতে লাগে না’। অনিকেত এবং আসফাকুল্লা, দু’জনকেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।