একই জেলে রয়েছেন সন্দীপ! শোনামাত্রই সঞ্জয় যা বললেন … চমকে উঠলেন সকলে

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। কয়েকদিন আগেই আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ড। ঘটনাচক্রে এই ওয়ার্ডেই রয়েছেন চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাই। আরজি করের (RG Kar Case) প্রাক্তন অধ্যক্ষও গ্রেফতার হয়ে সেখানেই এসেছেন শুনে চমকে দেওয়া প্রতিক্রিয়া দেন সঞ্জয়!

  • একই জেলে সঞ্জয়-সন্দীপ (RG Kar Case)

প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘প্রতিবেশী’ হয়েছেন সঞ্জয় এবং সন্দীপ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই সন্দীপের (Sandip Ghosh) গ্রেফতারির কথা কানে এসেছে সঞ্জয়ের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে প্রেসিডেন্সি জেলে আছেন শুনেও নাকি নিরুত্তাপ তিনি।

   
  • সঞ্জয়ের প্রতিক্রিয়ায় ‘থ’ সকলে!

সূত্র মারফৎ জানা যাচ্ছে, সন্দীপ গ্রেফতার হয়েছেন একথা শুনে আরজি কর ধর্ষণ, হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় (Sanjoy Roy) নাকি বলেন, ‘সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তো কী হয়েছে? সেটা দিয়ে আমি কী করব?’ সঞ্জয়ের এই প্রতিক্রিয়ায় অনেকেই বেশ অবাক হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুনঃ জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক! কুণাল অডিও শেয়ার করতেই গ্রেফতার সিপিএম নেতা কলতান

আরজি কর হাসপাতালে (RG Kar Case) মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই এক এক করে সন্দীপের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে শুরু করে। তাঁর আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এরপর সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

RG Kar case Sandip Ghosh Sanjoy Roy

এবার এই মামলায় কোমর বেঁধে তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যেই ইসিআইআর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুক্রবার সন্দীপের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন একসঙ্গে নানান জায়গায় হানা দেয় সিবিআই (CBI) এবং ইডি।

এদিকে সম্প্রতি ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে প্রেসিডেন্সি জেলে হাজির হয়েছিল সিবিআই। সেখানে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ করা হয় বলে খবর (RG Kar Case)। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে কামড়ের ক্ষত পাওয়া গিয়েছে। সেই কামড় সঞ্জয়েরই কিনা সেটাই এবার খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত বুধবার জেলে গিয়ে সঞ্জয়ের দাঁতের নানান কামড়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর